বছরের এই শুরুতে প্রথম আলো পত্রিকা ব্যবহারের
কিছু বিকল্প পদ্ধতি।চলুন কিছু উদাহরন দেখা যাক।
১.এক গবেষনায় দেখা গেছে এই পত্রিকার
ক্যলরিফিক মান অত্যন্ত সুবিধাজনক। তাই সহজেই তা
রান্নার উপকরন সিদ্ধ করতে উপযোগী।
বিয়ের পর বউকে গ্যাস ব্যবহারে বিরত রেখে প্রথম
আলো পত্রিকা পুড়িয়ে দেশের গ্যাস বাঁচাতে
পারেন।
২.দেশে কয়লা ও বিদ্যুৎ উভয়ের বিশেষ সংকট।তাই
কয়লা পুড়িয়ে বৈদ্যুতিক প্লান্টের টার্বাইন না
ঘুরিয়ে সহজেই প্রথম আলো দিয়ে সেই অভাব পূরন
করা সম্ভব।
৩.ইচ্ছা করলে শৌচকর্ম অথবা কুলুখের বিকল্প
হিসেবেও ব্যবহার করতে পারেন।
৪.এখন শীতকাল বুঝতেই পারছেন কি করতে হবে।
কম্বল,সোয়েটার,চাদরের গরম আর আগুনের গরম কিন্তু
এক না।আর এই পত্রিকার ক্যলরিফিক ভ্যালুও
সুবিধার।
৫.হটাৎ লোড সেডিং? ঘরে অন্ধকার? প্রথম আলো
মুড়িয়ে পেচিয়ে বানিয়ে ফেলুন ডিজিটাল কুপি
বাত্তি।এরপর জ্বালিয়ে দিন।
৬.প্রতিবাদ করার জন্য পুত্তলিকা বানাতেও ভালো
পোড়ক হিসেবে উপযুক্ত উপযোগ হতে পারে
আমাদের প্রিয় এই প্রথম আলো।
৭.ভূয়া খবর প্রকাশ করতে চাইলেও আপনি প্রথম
আলোর এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন
( রাজশাহীর এডিটর হলে আরও ভাল)
বি.দ্র:
গত ৪ তারিখ ২০১৭ প্রথম আলো তাদের পত্রিকায় রুয়েট নিয়ে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে।পরবর্তীতে তারা নামে মাত্র সংশোধনী প্রকাশ করে। যেখানেও তারা একটি ভুল করে।
তাদের এই দ্বায়িত্বহীনতার প্রতিবাদে কালকে ক্যম্পাসে বিপুল সংখ্যক পত্রিকা সহ পুত্তলিকা পোড়ানো হয়। সবার দাবি এই অপরাধের ক্ষমা প্রথম আলোকে প্রথম পৃষ্ঠার সংশোধনীর মাধ্যমে করতে হবে।এবং তা অবশ্যই কোন চিপাচাপা সংশোধনী নয়।যেভাবে বড় করে অপপ্রচার চালিয়েছে সেভাবেই ক্ষমা চাইতে হবে।
#burn_prothom_alo
#take_selfie_with_burning_prothom_alo