শিশুদের শৈসব হারিয়ে গেছে স্কুলে,
ব্যাগের বড় হওয়ার নেশাগুলো বেশ ভরী বলে,
ওদের বেশি করা নেশা, সময়গুলো কাড়ে।
.
ওদের বাবা-মা বলেছে
বড় হতে হবে সোনা, বেশ বড়,
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টাকা হবে আরো!
তোমাকে নিয়ে বেড়ানোর সময় নেই, এখন বসে পড়ো।
.
শিশুরা জীবনের মানে বোঝেনা, বড় হওয়া কি বোঝেনা বলে,
বাবার মতন বড় হতে ওরা স্কুল শেষে সিগারেট কিনে টান মেরে চলে,
মনে মনে বলে, বড় হওয়াটা মনেহয় এমনি তাহলে।
.
নারী-পুরুষের প্রেম ওরা করতে জানেনা,
ধর্ষণ কিভাবে করে ওরা তা বোঝেনা,
তবুও ওদের মনে প্রশ্ন ঘোরে,
টিভিতে ওসব ওরা দেখেছে বলে ।
ওরা বইয়ে পড়েছে, গুগোল নাকি সব বলে দিতে পারে !
.
মায়ের মোবাইল চুরি করে ওরা গুগোল করে বোঝে,
তারপর, পর্ণ আর হস্তমৌথুনের জগতে ভালোবাসা খোঁজে ।
এইবয়সে, আধুনিক সমজে ওদের বিয়ে বৈধ নয়, অন্য সব,সব চলে ।
.
ওরাই বড় হয়ে হবে কারো ব্যাভিচারী মা,কারোবা বাবা,
বড় হতে হয়ে যাবে ওরা থাবা বাবা !