সদ্যজাত শিশুর কান্নায় ,
রক্তেরা ধমনি বেয়ে ছুটে যায়না হৃৎপিণ্ডে,
খুজে বেড়ায় পথ তারা, পালিয়ে যাবার,
মুক্তি পাবার ।
ভাবনার প্রতিফলন,
টলমলে আশায় ভরা স্যাঁতস্যাঁতে ভিজে মন।
সম্মুখ বরাবর পাই ব্যাথার ঘ্রাণ !
জরারা কেঁদে চলে রাতদিন,
খাবারের স্বাদগন্ধ, জিভ পায়না বহুদিন।
অনিয়মের আস্বাদন আর মেকী পুজোয় ব্যাস্ত নগরজীবন,
যখন তখন।
সদ্যফোটা গোলাপের ঘ্রাণে
রক্তেরা ধমনি বেয়ে ছুটে যায়না হৃৎপিণ্ডে,
খুজে বেড়ায় পথ তারা, পালিয়ে যাবার,
মুক্তি পাবার ।
আঁকড়ে ধরার তীব্রতায়... !
অন্ধকারে হাতড়ে বেড়াই একটি হাত।
যে হাত ছড়াবে শুধুই উষ্ণতা,
যে হাত বলে যাবে না-বলা কথা,
যে হাতে থাকবেনা যৌন বালাৎকার,
যে হাত ধরে আমি পাবো দেখা অনন্ত নিরাকার ।
উষ্ণ হাতের ছোঁয়ায় ,
রক্তেরা ধমনি বেয়ে ছুটে যায়না হৃৎপিণ্ডে,
খুজে বেড়ায় পথ তারা, পালিয়ে যাবার,
মুক্তি পাবার ।
ঠুনকো মায়ায় ঘেরা জরাজীর্ণ জীবন।
বেঁচে থাকা জুড়ে থাকে নোংরা চিত্তবিনোদন।
কল্পনারা প্রসারিত হয়,
রুপ বদলায়।
জরাক্লান্ত জীবনের ঘৃণায়,
রক্তেরা ধমনি বেয়ে ছুটে যায়না হৃৎপিণ্ডে,
খুজে বেড়ায় পথ তারা, পালিয়ে যাবার,
মুক্তি পাবার ।
##############################
বহুদিন পর কিছু লিখলাম । যারাই পড়বেন দয়াকরে জানাবেন আপনাদের অনুভুতির কথা ।