আমি তোমার জন্য কাব্য করবোনা,
ভালো যদি বাসতেই চাও সে তুমি এমনিতেই বাসবে,
কাব্যের আশ্রয় আমি নিতে পারবোনা।
কাব্য করে কি ভালোবাসা পাওয়া যায়?
নাকি কেউ পেয়েছে কখনো?
সে তুমি যতই কাঁদো না কেন অতসী,
রগরগে ভালোবাসার কথা বলে তোমার কান্না আমি থামাতে পারবোনা।
আর পাঁচটা পুরুষের মতো দিনে রাতে বলতে পারবোনা
ভালবাসি তোমাকে,
পারবোনা তোমার চিবুকে আমার রুক্ষ ঠোঁটের স্পর্শ দিতে,
তুমি যতই কাঁদো না কেন অতসী,
ভালোবাসার অভিনয় আমার দ্বারা হবেনা,
তুমি কি জানো?
অধরে অধর না রেখেও ভালোবাসা যায়?
কখনো কি সেটা ভেবে দেখেছো?
জড়িয়ে না ধরেও বুকের উত্তাপ শুষে নেয়া যায়,
চেষ্টা করেকি দেখেছো কখনো?
কাব্য না করেও কিন্তু ভালবেসে যাবো বলতে পারা যায়,
বলতে চেষ্টা কি করেছো কখনো?
তুমি বড় একগুয়ে,
আমিও কিন্তু কম যাই না,
পুতুপুতু ভালোবাসা,
আর গাছ তলে চোখে চোখ হাতে হাত রাখা,
এসব আমার দ্বারা হবে না বলে দিচ্ছি,
তবু ,
যুগযুগ ধরে তোমায়
ভালবেসে যাবো ।
ভালবেসে তোমায় আমি, অনন্ত ছোঁব ।