অদ্যকার প্রথম আলোতে তাঁর বিবৃতির এক জায়গায় দেখা যায় তিনি বলেছেন
"সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখনই এই উগ্রবাদী শক্তিকে দমন করতে না পারলে এরা দীর্ঘতম যুদ্ধ চালিয়ে দেশের জনগণের শান্তি, সুস্থিতি, নিরাপত্তা বজায় রাখা কঠিন করে তুলবে।"
দীর্ঘতম যুদ্ধ চালিয়ে যেন যেতে না পারে তার জন্য শুধু বিবৃতি না দিয়ে জঙ্গী তৈরীর কারখানা গুলি যেন গজিয়ে উঠতে না পারে সে লক্ষে উনাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামিল হতে কে বারণ করেছে । উনি স্বেচ্ছায় গৃহবন্ধি হয়ে থাকলে কি আর তাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলা চলে । আলোচনায় ডাকলে উনি করেন খেউর খিস্তি , কেয়ার টেকার দিলে উনি ডেকে আনতে চান বয়স বাড়িয়ে হাসান মাহমুদকে , সুষ্ঠু নির্বাচন কমিশন দিতে বললে উনি আজিজ মার্কা কমিশন বসান , অবাধ নির্বাচন চাইলে উনি ঢাকা ১০ ফালু মার্কা ও মাগুরা স্টাইলে নির্বাচন করেন , সবদল মিলে নির্বাচন দিলে বলেন মানিনা নির্বচনে যাবনা , হেফাজতকে মদদ দিব , জঙ্গীদেরকে তার দলবল নিয়ে বলেন মিডিয়ার সৃস্টি , স্বাধিনতা বিরোধিদের গাড়ীতে তুলে দিতে হবে জাতীয় পতাকা , একেই কি বলে এক্যবদ্ধ প্রচেষ্টা, তা বেশ দীর্ঘতম যুদ্ধ চালিয়ে যাওয়ার ঈঙ্গতটা কিছুটা বোধগম্য তো বটেই , যারা বুঝার তারা বুঝলে হয় তাহলেই যদি দেশের মানুষ বাচে আগুন সন্ত্রাশ হতে ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৪