নির্বাচন এলেই আমাদের অবিভাবক, কল্যাণকামী, গরীবদুখীর আশ্রয়স্থল জাতীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ বিবিধ ধর্মীয় কাজে ঝাপিয়ে পড়েন।বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা ইত্যাদিতে দোয়া চাওয়া, কুশল বিনিময়, সালাম-মুসাফা জাতীয় বহুবিধ কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। এতে ওনাদের ভক্তকুলের সিনা আত্ম তৃপ্তি ও গর্বে অসীম প্রশস্থ হলেও নিরীহ ছা-পোষা আম পাবলিক টাইপের মুসল্লিরা নিতান্তই বিপদে পরে যান। লাউড স্পিকারের উচ্চ আওয়াজে না নামাজ পরতে পারেন না ভক্ত কুলের লাল চোখের সামনে দিয়ে উঠে চলে যেতে পারেন।
কিছু লিখতে গেলে আল্লাহর নাম, বিসমিল্লাহ ইত্যাদি দিয়ে শুরু করা সওয়াবের কাজ, খুবই মোবারক অভ্যাস। নির্বাচন এলেই হাজার হাজার প্রার্থীর লক্ষ কোটি লিফলেটে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু আকবর, এসব লেখা অবারিত ভাবে ছড়িয়ে পরে। যার সিংহভাগ পতিত ও পদদলিত হয়ে রাজপথের শোভা বর্ধন করে। নিরীহ ছা-পোষা আম পাবলিক টাইপের মুসলমান যাদের কাছে আল্লাহর নাম পথে পথে পদদলিত হওয়া অতংক জনিত একটি বিষয়, তারা নিতান্তই বিপদে পরে যান। এই লক্ষ কোটি লিফলেটে লিখা আল্লাহ খোদার নাম কে না তারা যথাযত মর্যাদার সাথে সংরক্কণ করতে পারেন, না স্মার্ট লোকদের মত সাবলিল ভাবে হেটে চলে যেতে পারেন।
দুটি কথা শেষ। আবেদন একটাই আল্লাহ- খোদা, নবী-রসূল সমহিমায়, সূউচ্চমর্যাদায় বিদ্যমাণ ছিলেন আছেন থাকবেন। আমাদের ফ্রী পোস্টার লিফলেটে উনাদের টেনে আনার কি দরকার? মসজিদের মত গ্রহণ যোগ্য একটা প্রতিষ্ঠানের সাউন্ড বক্স ব্যাবহার করে এভাবে দোয়া চাওয়ার দরকারটাই বা কি?
আপনারা ভাল থাকেন আমাদেরকেও ভাল থাকতে দিন।