“তোমার কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, বাবা। তোমার হত্যার প্রতিশোধ আমি নেব”- এই ডায়লগটা বাংলা সিনেমায় খুব ভালো মানায়। বাস্তবে না।
‘একাত্তরে আমার বাবা চাঁদতুল্লা গাজীকে রাজাকাররা ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্যাতন করে। সাখাওয়াত বাবাকে গুলি করে হত্যা করে। এসময় আমি রাজাকার সাখাওয়াতসহ সব আসামিকেই চিনে ফেলি। একই কক্ষে বাবার সঙ্গে আটক নুর উদ্দিন মোড়লকেও এসময় আমি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।”
এক ছেলে তার বাবাকে কীভাবে হত্যা করা হয় একাত্তরে সেই কথা বলছে এভাবে। আপনারা রাজন হত্যার ভিডিও দেখেছেন। সেটা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তাহলে ভাবুনতো একবার একাত্তরের কথা। নয় মাস শুধু হত্যাযজ্ঞ! কল্পনাও করা যায় না।
পাকিস্তানকে হারানোর পর অনেকেই বলছেন- “একাত্তরের বদলা নিলাম!”
কী অসাধারণ! একাত্তরের ত্রিশ লাখ শহীদ, চার লাখ নির্যাতিতা, বুদ্ধিজীবী হত্যা, এককোটি শরণার্থী ইকুয়াল টু বাংলাদেশের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানো!
একাত্তর কী এতোই সস্তা হয়ে গেল?
যারা মনে মনে পাক সাপোর্ট করে, তাদের কথা না-ই বললাম, কিন্তু অনেক মুক্তিযুদ্ধের চেতনাধারীর মুখে এই কথা শুনে টাস্কি খেয়ে গেছি। “ফেন্সি খেলে টাস্কি খেয়ে যাই”......... আমি ফেন্সি, হিরু, গাঁজা, আফিম- সব একসাথে খেলেও এতোটা টাস্কি খেতাম না, মিরাবাঈ!
আমরা যদি এই ম্যাচটা হারতাম কিচ্ছু যায় আসতো না। কিচ্ছু না। কিন্তু ওরা যা করেছে......? শুধু জহির রায়হান বেঁচে থাকলে আমাদের সিনেমার এই অবস্থা হতো?
মাসরাফি, আমাদের ক্রিকেট দলের অধিনায়ক, সাম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটকে জাতীয়তাবাদের স্তম্ভ হিসেবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেছেন, " আমি নিজের মনের কথা বলেছি। আমি মনে করি দিনের শেষে খেলাটা একটা বিনোদন। তাও তো ক্রিকেট হল স্পোর্টসের একটা অংশ।" যদিও আমি মনে করি বাঙালি হিসেবে তিনি ঠিকই পাকিস্তানকে ঘৃণা করেন।
আর প্রতিশোধ! ত্রিশ লাখের প্রতিশোধ চাই না, বিচার চাই। অন্তত দেশীয় যারা, রাজাকার, আলবদর- তাদের বিচার চাই। এটা হলেই এনাফ। আর তাদের পেন্দালেই এনাফ যারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে। পাকিস্তান নিজেনিজেই মরবে, কাউকে মারতে হবে না।
যারা এধরনের কথা বলছেন, তাদের তাই একটু ভেবেচিন্তে কথা বলতে অনুরোধ করছি। আমি জানি, আপনার মা-বোনকে রেপ করে কেউ যদি জাতীয় দলে চান্স পেয়ে একটা ম্যাচে দেশকে জেতায় তাহলে আপনি তার সব দোষ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আমি পারি না।
মুখ সামলে কথা বলুন, চৌধুরী সাহেব। নয়তো, পুটু লাল করে দিবো
০৪/০৩/২০১৬
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০