সূর্যস্নান।
আবার অঝোরে বৃষ্টি ভিজিয়ে দিল মোর তান।
অথচ আমি সুর্যস্নানে লয় বাধতে চাইছিলাম।
মনের অলিন্দে, আমার জীবন আয়নায়
আমার তার ছেড়া হৃদ মাজারে, আমি জানিনা
বৃষ্টির রাগে হৃদয়ের ভৈরবী কল্যানের বেসুর
সুর খুঁজে পাবে কি না!
কনিষ্ঠা, অনামিকায় তাল মেলাতে পারিনা
এলোমেলো হয়ে যায় জীবন তারের ঝংকার।
অথৈ বৃষ্টিই কি আমার সারা জীবন ভাসিয়ে দিল!
রাশি রাশি সুর্যের আলো আমার জীবন থেকে কেড়ে নিয়ে,
আমি কি ঈশ্বর কর্তৃক অভিশপ্ত!
আমিতো আমার স্বত্তায় উদ্ভাসিত হতে চাই,
কিন্তু বৃষ্টিই কি তাতে বাগড়া দিয়ে যাচ্ছে!
হয়তোবা তাই, হয়তোবা না বৃষ্টির শৃঙ্গারে
ঘন কালো আধারে ছেয়ে যাওয়া আমার পৃথিবী,
আমার স্বপ্ন গুলোকে মিলিয়ে দিচ্ছে।
একটার পর একটা স্বপ্ন সাজিয়ে,
যে জীবন আমি গড়তে চেয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯