মনের নামাজ।
রূপ রস বর্ণ গন্ধে ধরিত্রীতে আনন্দেতে
উপভোগের আলোয় কদাচিত উদ্ভাসিত,
অবদমনের করাল গ্রাসে দ্যুতি তিরোহিত
যারে তুমি দিলে প্রাণ অকালে সংহারে উদ্যত।
তোমার হাতের ক্র্রীড়নক যারা পরাক্রমশালী নয়কো
অকারণ কি করে আস্ফালন বিনা আঙ্গুলি হেলনে।
তোমার অদেশেই মর্ত্যে পাঠাও যে প্রাণ
হয়ত সাদা, নয়তো কালো, অথবা পিঙ্গল,
প্রকৃতির অমোঘ নিয়মের যদি হোল ব্যত্যয়
কাহারে দুষিবে সে উপসংহার যে জানা নয়।
অনিবার্যতাই যদি না এড়ানো গ্যালো
তাসের ঘরে কি আর কীর্তি রচিত হয় বলো,
অবয়বে দিলে কায়া, জিয়ন কাঠি আত্বায়
তোমার লীলা বোঝা ভার ক্ষুদ্র এ স্বত্তার।
সমুখে যাবো বলে পিছনের পথ যদি রুদ্ধ করে দিতে
হয়তো কন্টক আরো বিদ্ধ হবে, তথাপি পথ সামনের ই দিকে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৬