জীবন নকশা।
এ জীবন তো নয় যেন এক দুক্ষের নদী
দুক্ষ বাড়বে বৈকি নির্বিগ্নে পাড় হওয়ার আশা কর যদি,
অঙ্কুরে ফুটেই পড়লা অথৈ জীবন সাগরে
নিজেরেই পাড়ি দিতে হবে একা মাঝি মাল্লা নাইরে।
রসদ যা কিছু পেয়েছো সাথে তাই করে সম্বল সাথী
তুমি ছিলে অবুঝ কেদে উঠলে আরো কিছু পেতে বেশি,
কাকে বলবে তুমি, তোমার অবয়ব প্রাপ্ত উত্তরাধিকার
তথ্যের সীমাবদ্ধতায় প্রাদ প্রদীপের নীচে অন্ধকার।
তবু দিতে হবে পাড়ি, সম্বিত পেয়ে দ্যাখো সাগর মাঝে
হয়ত সন্মুখে রয়েছে আরো ঝঞ্জা বিক্ষুব্দ ঢেউ আলোর সাঝে,
হাল ছেড়ে নাকো বন্ধু তুমিই পেছনে ফেলে এসেছো বন্ধুর পথ
চলার পথে যা কিছু করেছো অর্জন নিয়ে তার শপথ।
তুমি পেয়েছো বিধাতার কাছে থেকে সাহস অসীম
পরাজিত তোমার কাছে শত প্রতিকুল পরিবেশ বিষম,
যা পেয়েছো তার চেয়ে হয়ত আরো খারাপ হতে পারতো যত আশা
পরিহার কেও করতে পারবে কি তার রচিত জীবন নকশা?
প্রজেরিয়া, লিউকোমিয়া, গুলেনবেরী আর ফাইলেরিয়া
জীবন নকশায় একে দিয়েছেন তিনি শিল্পীর তুলি দিয়া।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩