কবি হতে চাই।
আজকাল আর কবিতা লেখা হয়না
কেউ আর বলে না লেখাটা হৃদয়গ্রাহী,
আশে পাশে কোনো ঘটনা নেই বলে
ঘটলেও তা নিজের করে নিতে পারিনা।
অথচ এক সময় ছিলো যখন
অনায়াসে পাশের ঘটনা নিজের করে নিতাম,
বড়ই সহজ নিখুত বর্ণনায়
কেননা কেবল দেখে দেখে লেখার পারদর্শিতা।
ব্রেইন স্ট্রর্ মিং তা তাহলে হচ্ছে না ঠিক মত
না ভুল হলো, ব্রেইন টা ছিলো
স্ট্রর্ মিং টা ছিলো না কোনো কালে।
কিন্তু আমারতো কবি হওয়ার প্রচন্ড ইচ্ছা
এবং এ যাবত তো লিখেছি ও ভূড়ি ভূড়ি।
যদি ও মুচির ন্যায় শল্যবিদ
কোত্থেকে উড়ে আসলো ডকটর গার্স্ট।
এখন লিখতে গেলেই কাপুনি আসে
কিছু কিছু লেখা হয়েও যায়,
তা দেখে নিজের ই বমি এসে যায়
লজ্জায়, পাঠকেরা চোখ উল্টায় নীরবে
তবে কি আমি কবি হতে পারবনা!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৮