মন কান্দে।
বাসার পাশে ম্যাপল গাছে রোজ সকাল সন্ধ্যায়
পাখিরে তুই কেন ডাকিস কি তোর মনের খাচায়?
নাম না জানা পাখি ওরে বড় সাধ তোরে দেখি
বড় মিষ্টি মধুর স্বর তোর হয়তোবা ম্যাগপি!
পাখিরে তুই দখিনা বাতাসে করিস কি বিচরণ?
মোহিনী স্বরে ছড়িয়ে দিতি যদি আমার বিষাদ সমীরণ!
সময় পেলে পাখি যেও নদীর মোহনায় ওরে
সফেন উর্মিমালায় দ্যাখো খোজ করে কি কেও মোরে?
অচিন দেশে অচিন আকাশ মন খা খা করে
টিনের চালে হেথায় কভু বারিধা না ঝরে,
রাখল বালক কোথায় বাজায় বাশি মহিষের পিঠে?
পূবালী বাতাসে হেথা মাঝি আসে নাকো নাইওর নিতে।
বৃথাই হেথা খুঁজে মরি রুপালি নদী জল টলমল
আহা! পাকা আমের মধুর স্বৃতি চোখ করে ছলছল,
তোমার ডাকে মোর বাংলা গ্রাম মনের মধ্যে ভাসে
তুমি আমার দোয়েল সোনা অচিন পরিবেশে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২২