খুঁজেছো আমারে চাঁদে রাহু গ্রাসে!
খুজেছো আমারে?
পাবে নাকো নীল আকাশের মেঘের ডানায়
ডেকো নাকো দিগন্তে উড়ে যাওয়া ওই শন্খ চিলকে
কেদোনা বয়ে যাওয়া ফাগুনের মদিরা বাতাসে
অথবা ঘরের কার্নিশে খড় কূটোর কবুতরের নীড়ে।
হয়তো খুজবে আমায়
একদা কৃষ্ণচুড়ার তলায় রক্তবর্ণ শয্যায়
কফি হাউসের কোনার টেবিলটায়
পাশের কপোত কপোতির কফির ধোয়ায়
যদি ফুঁড়ে আসে দয়িত ধুসর মরীচিকায়ও।
হয়তো আরো খুজেছো
সেই চেনা রাস্তার সেই চেনা গলি শংকর ২৭ নম্বর
আর নগরায়নের খড়গ কোতলে
বনসাইসম মেহগিনির কাটছাট ছায়ায়
যেখানটায় নির্ধারিত সময়ের বহু পরেও
আমাকে ঠিকই অপেক্ষামান খুজে পেতে।
হয়তো ধরে নিয়েছো
আমাকে আর খুজেও পাবেনা কোনদিন কায়ায়
হয়তো বা তা, হয়তো বা না।
চাঁদে রাহু গ্রাসে আমি এক ধ্বংসের উপত্যকায় উপনীত
আমি হারিয়েছি জনপদ, মিনার, মন্দির, শত প্রাণ
সময়ের কালো গহ্বরে আটকে পড়েছে ফিরে যাওয়ার পথ
পথ দেখানো ফিনিক্স ডানা ভেঙ্গে পড়ে আছে ।
যদি পারো বদ্বীপের মোহনায় সমবেত সফেন উর্মিমালায়
জলরাশি বেয়ে এসো স্রোতের প্রতিকূলে
সাগর সেচা ধোয়ায় পেলব পারিজাত পলির পরশে
জেগে ওঠা দ্বীপ তুফানিয়ায়,
আমি খুঁজে নিবো দিগন্ত জোড়া সবুজে তোমার লাল লজ্জা
তোমাকে ফিরে পেতে এ আমার অহংকার অঙ্গীকার।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০