কবি তাড়িত।
বাসন্তী পূর্নিমার সেই গলিত জোসনা ঠিক তেমনি আছে।
ঠিক তেমনি আছে ইথারের নাট্য পট
তেমনি আছে আমার মন,
যেমন ছিল লেপ্টে
কবির কবিতা খানি হৃদয় সিন্ধুক ।
প্রেমিকের সমর্পিত নিবেদন
মরুদ্যানের খর্জুর বীথিতে
যার তলদেশে উষ্ণ ঝরনা ধারা প্রবাহিত।
বদলে গেছি আমি।
সময় তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে কালের ক্ষণে।
কাগুজে রসায়নের প্রত্যায়িত ছন্দে যন্ত্রচালিত সাইবর্গের আদলে।
তথাপি খুঁজে ফিরি সোনার চাবিতে
পূরুষের প্রতিসরতায় সেই টুকরো টুকরো চাঁদ গলা জোসনা
আমার সময় আমার পৃথিবী আরশির সামনে ঠিক তেমনি আছে।
এক মায়াবী নিপুন মায়ায় আমার গোলাপী গালে
লেপ্টে আছে আজ অবধি।
জানতেও পারবেনা সেই কবি কোনদিন!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৮