আজ ২৮ ফেব্রুয়ারী ২০০৮। ১৬ ফাল্গুন ১৪১৪। সকাল থেকে আমার মন খারাপ। কোন কারণ ছাড়াই। অবশ্য শরীরটাও তেমন ভালো না।
মেঘলা আকাশের মতো মনটা মেঘাচ্ছন্ন রয়েছে। এখন পর্যন্ত।
মনে মনে অবশ্য একটা আনন্দ বোধ করছি। আমার প্রিয়জন আজ আমাকে একটা সারপ্রাইজ দেবে। জানিনা সেটা কি। তবে মন্দ কিছু না এটা বলে দিতে পারি । প্রিয়জনরো কখনও মন্দ করতে পারে না। আমার বন্ধুটা খুউব ভালো। বেশ কয়োরিং। দিনে পাঁচবার খাওয়ার অর্ডার। কমকরে হলেও তিন বেলা ফোন করে খোঁজ নেয় খেয়েছি কিনা। ১১টা বাজলেই ফোন- এই, ঘুমোতে যাও। শরীর খারাপ করবে।
মাঝে মাঝে একগাদা ফল কিনে পাঠিয়ে দেয়। ওজানে আমি খুব ভুলোমনের। কখনও খাওয়ার কথা ভুলে গেলে ফল খেয়ে গ্যাপটা পূরন করে নিতে পারব এই জন্য।
ও আমার বাসায় যেতে চায়না। বাসাটা এলোমেলো থাকে তো তাই। আমি বলি- তুমি এসে গুছিয়ে দাও না। কিন্তু বলে- তুমি এলোমেলা করেছ, তোমাকেই গোছাতে হবে।
এই আর লিখা ডাবে না। ও অপেক্ষা করছে। ও কিন্তু ভীষণ অভিমানী। একটু দেরী হলেই রেগে হু। আমাকে তুমি...
ওর কথা আরেকদিন বলব। আজ রাখছি। আগে ওর সাথে দেখা করে আসি, তার পর...
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪