আজ মেঘেদেরও মন খাপার। ওর প্রিয়জন ওকে বকা দিয়েছে। অথবা অভিমান করেছে। তাই আজ সারাদিন ধরে শুধু কাঁদছে। ওর মনটা ভীষণ খারাপ।
দেখেছ মেয়ে, মন খারাপ হলে কাঁদতে হয়। কাঁদলে নাকি মনের কালিমা অনেকটা দূর হয়। তাই মেঘ আজ কেঁদে কেঁদে মন হালকা করছে। তোমার যদি মন খারাপ করে তবে একা একা কাঁদবে- অঝোরে। দেখবে মন ভালো হয়ে গেছে।
জানো ওরাও দুঃখী। তবে তোমার মত দুঃখ বিলাসী নয়। অকারণে ওরা মন খারাপ করে না। তুমিতো মিছেমিছি মন খারাপ করো। লক্ষীটি ওভাবে মন খারাপ করতে নেই।
তোমার যেমন অনেক আপন জন। ওদের কোন আপন জন নেই। ওরা তেমন ভালোবাসা পায় না। তাই সব সময় অভিমান করে থাকে। অল্পেই কেঁদে দেয়। জানি তুমি একটু বেশি ইমোশনাল। তাই বলে অতো অভিমান করতে আছে? প্রিয়জনের ওপর অভিমান করতে হয়। তাহলে সম্পর্ক জোরালো হয়। তাই বলে সবসময় গোমরা মুখ করে থাকতে নেই। আমি গোমরামুখোদের একদম দেখতে পারি না। ওদের দেখলে আমারও দুঃখ লাগে। খুঁজে খুঁজে দুঃখবোধগুলোকে সজাগ করে বসে যাই দুঃখ করতে।
জীবনের প্রতি আমার চাওয়াটা খুব কম। কিন্তু জানো জীবন আমার এই ছোট্ট চাওয়াটাও পূরণ করতে পারে না। কীপটে। জীবনের প্রতি আমার করুণা হয়। যখন দেখি আমার ক্ষুদ্র চাওয়াটাকে পায়ে ঠেলে জীবন চলছে তাদের দিকে যাদের অনেক আছে, তখন খুব কষ্ট হয়। এই ভেবে আবার শান্ত হই যে, জীবন আসলে সব হারাদের জন্য নয়।
তাই লক্ষীটি, ওভাবে মেঘেদের মত অঝোরে সারাদিন কেঁদো না। একটু একটু করে হাসো। কারণ তুমিতো ওদের মতো একা নয়। তোমার অনেক আপন জন। কেউ না থাকুক অন্তত আমি তো আছি...