...দুরত্ব !
-ঊর্মি খান
...তখন আমার চোখে অপরাহ্ন ।
শরীর তখন সদ্য ক্যানভাস । আমি
বিসর্জিত হয়েছিলাম তুলির আঁচড়ে ।
তুমি নিমগ্ন ছিলে আমার ক্যানভাসে । খুব
সযতনে একেঁছিলে-
শরীরের প্রতিটি ভাঁজ.....
রংধনুর জলে আমার স্নান সমাপ্ত হয়েছিল ।
আমি জলকেলী করেছি অনেকক্ষণ ধরে.....।
তোমার-আমার মাঝখানে ছিলনা কোন
দুরত্ব। দুঃখগুলো ছিল বন্দিনী.....।
আমাদের শরীরে বৃষ্টির পালক বুলিয়ে
দিত মেঘবালক-মেঘবালিকা । আমাদের
শরীরে অকপটে ঝরে পড়ত ঝতুবতী
কৃষ্ণচূড়া.....।
শরীরের সব আরষ্ঠতা কেটে যেত
তোমার উষ্ণ স্পর্শে । আমি বিশুদ্ধ
হতাম প্রতিমুহূর্তে.....।
তুমি ছিলে কাছাকাছি । খুব কাছে ।
.....আজ ক্রমশ দুরত্ব বাড়ছে ।
০৫/০৫/২০০৮