মেডিকেল কলেজগুলোতে ইন্টার্নশীপ দু'বছর করতে যাচ্ছে - সাধারণ বাঙালি হিসেবে আমার খুশি হওয়ার কথা। আনন্দে বলে ওঠার কথা - " বাইচা গেছি, বাপরে বাপ, আট্টু হইলে ফাইসা গেসিলাম" ... কারণ এই ঘোষণা আসার আগেই আমার ইন্টার্নশীপে জয়েন করা হয়ে গেছে, কাজেই আমি এই আওতার বাইরে।
কিন্তু সমস্যা হলো, সাধারণ বাঙালি হলেও একটা অসাধারণ পেশায় থাকার কারণে খুশি হওয়ার কোন কারণ পাচ্ছি না।
প্রথমত, বেতন স্কেলে আমাদের ভাতা বাড়ায়নি। উল্টো গেজেটে উল্লেখ করা আছে - "কোন শিক্ষানবীশের ক্ষেত্রে এই বৃদ্ধি কার্যকর হবেনা।"
দ্বিতীয়ত, গ্রামে একগাদা পল্লী-চিকিৎসক থাকার পরও সেখানে এমবিবিএস ডাক্তার দেয়ার যুক্তিটা কোথায় ?
তৃতীয়ত, ইন্টার্নশীপ হলো শেখার সময়। এসময়ে শেখার বদলে গ্রামে বসে সর্দি-জ্বরের ওষুধ দেয়া, প্রেসার মাপা আর রেফার করে উপজেলা/মেডিকেল কলেজে স্থানান্তর করে কি শেখা হবে তা নিয়ে প্রশ্ন রইল। উপজেলাতেই মাঝে মাঝে দরকারি সেবা পাওয়া যায় না, সেখানে গ্রামে এমবিবিএস বসিয়ে কি গণেশ উলটানো হবে, জানতে ইচ্ছে করছে।
মাঝে মাঝে আমার নিজেরই মনে হয়, দেশের সেবা বাদ দিয়ে বিদেশে সেটেল হয়ে নিজের সেবা করি। খুঁজলে আমার মতো আরো অনেককেই পাওয়া যাবে এমন।
দয়া করে সকলের দেশসেবার ইচ্ছাটাকে নষ্ট করে দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য হতে সাহায্য করবেন না ...
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩