নির্ঘুম আমি
রক্তচক্ষু করে সারারাত তোমার অপেক্ষায় বসেছিলাম।
কিন্তু তুমি ফিরেও তাকালে না!
অথচ দু-এক মিনিটের জন্য আকাশে রক্তপূর্ণিমা দেখতে
সেই বিকেল থেকেই বসে আছো।
জানো,
কত মেয়েতে তোমাকে খুজে বেড়িয়েছি!
কিন্তু যখন বুঝলাম যে তুমি শুধু কল্পনাতেই,
তারপর আর খুঁজিনি।
প্রায়ই আনমনে জিজ্ঞেস করে বসি,
"কিছু বলবে ?"
তুমি কোনদিনও কিছু বলনি।
কিছু বললে হয়তো তোমার অবয়বটা মাথায় গেঁথে রাখতে পারতাম।
তখন হয়তো বেলাশেষে আমায় এভাবে শূন্য মস্তিষ্ক নিয়ে বসে থাকতে হতো না।
যদি পূর্বজন্ম দেখা যেতো!
দিব্যি তোমায় দেখে আসতাম মন ভরে।
মনের প্রহেলিকায় খুব তো যা তা লিখে দিচ্ছি,
ভাবছো,
কি পাগলামোতে পেল!
ও তুমি বুঝবে না।
তখনও বোঝোনি,
এখনও না।