সুঁই ফোটা হাতে রক্ত ঝরে হল তুষার কন্যা
বিষুবীয় অঞ্চলের পাশাপাশি থেকে আমি তুষার দেখতে পাই নে
তাই হয়তো উপলব্ধিটা অজানা
সন্ধ্যের ঘুমজড়ানো চোখে লুকনো সূর্যের পাশে হাটা মেঘেদের দেখি
নিকোটিনের ঠাই হওয়া ফুসফুসে কালো ছোপ
বিবেক স্পৃষ্ট, কখনও ঠোটে চেপে দেখতে পারি নে
তাই হয়তো কারণটা অজানা
গরম তেলে ফট ফট শব্দে ভাজা পপকর্ণ দেখি
কফিভরা মগ টেবিলে রেখে বারান্দায় ইজি চেয়ারে অলস বসে থাকা
আর ফুটপাতে পুড়ে পুড়ে শেষ হওয়া একের পর এক সিগারেট
সবকিছু হয়তো অজানা বলে
আমি দেখছি দুইজন অসুস্থ মানুষ মাত্র
সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে এলো বলে
সাগরের তলদেশে যাওয়া তাই আমার সাজে না
কি অদ্ভুত এক দর্শক আমি