এক টুকরো কাগজের উপর
কাঠে মোড়া কার্বনের অত্যাচার
শুধু তাকিয়ে রও নিষ্পলক
একটু মুখটা হালকা বাঁকিয়ে যদি হেসে ফেলতে
কোনদিনও বন্ধ করতাম না আঁকা
অদ্যাক্ষর বসাবার আগে একবার শুধু না করতে
তাহলেও না
চায়ের কাপের তলে জমে থাকা মেটে আভা যদি
কাগজগুলিতে পড়ে তোমার মুখের রঙটা ধরিয়ে দিত
তাহলে দেখতে
তোমায় জীবন্ত করবার জন্যে আমি
আজীবন আঁকার চেষ্টা চালিয়ে যেতাম
চোখের কোণে জমা জলে যদি আমায় ভাসতে দিতে
কোনদিনও বন্ধ করতাম না আঁকা
কাঠপেনসিলটা তুল্বার আগে একবার শুধু না করতে
তাহলেও না
কিন্তু আমি তো আর স্রষ্টা নই
শুধু সীমাবদ্ধ একজন মানুষ মাত্র