আমি তো অভিশপ্ত হয়ে আসিনি
তারপরও আমায় পা রাখতে হয়েছে
ধরনীর পিঠে ছড়িয়ে থাকা বিষে
বার বার খেতে হয়েছে হোঁচট
সোজা পথের লুকোনো ফাঁদে
আমায় মরীচিকা ধোঁকা দিয়েছে
পাড়ি দিতে হয়েছে সিন্ধির পথ
বারংবার পথ হারায়, আমি
হয়েছি উন্মাদ, কত শ্বাপদ কে করেছি বধ
হয়ে নিরুপায়, ওদের আর আমার মাঝে তো
আর থাকলো না পার্থক্য-খাদ
আমি তো অভিশপ্ত হয়ে আসিনি
কয়েক আঁটি সুখ কিনবো বলে
আমি এসেছিলাম, জীবনটা বড় পানসে
আমি আসেছিলাম এই জীবন মেলাতে
রঙধনুর সাত রঙের খোঁজে
আমি তো জানতাম না সাত রঙের বর্ণালী
জীবনটাকে করে সাদামাটা একাকার হয়ে মিশে
কতজন ব্যর্থ হল বর্ণালী আলাদা করতে
কতজন হারিয়ে গেল কালের গর্ভে
কিছু অনুভূতি ফেরী করবো বলে
আমি এসেছিলাম, কিছু স্বপ্ন কিনে
ফিরবো বাড়ি বেলা শেষে
আজও আমি প্রায়ই
জীবনের গোলকধাঁধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি
কত বছর তো পেরিয়ে গেল
কিন্তু আমি গণ্ডি পেরুতে পারিনি
কিন্তু কেন? আমি তো অভিশপ্ত হয়ে আসিনি