চল আজ চলি দুজনে অজানার পথে
যেখানে কেউ আমরা কারো সঙ্গী না হয়েও আজন্ম বন্ধুর মত হেটে যাব
আজন্ম না দেখা স্বপ্ন গুলোকে দুজনে বুনবো একই সঙ্গে
কেউ দেখবনা কারো স্বপ্ন, যদিও বা একই সঙ্গে বুনে যাব স্বপ্নের জাল
পূর্নিমার চাঁদ যেমন ছুঁতে পারেনা সাগর জল
সাগর জলে নিজের প্রতিচ্ছবি দেখে হয় নিজেই পুলকিত
গভীর ভালবাসায় আকৃষ্ট হয়ে মোহাবিষ্ট থাকে
এস আমরা দুজনেও চোখের তারায় দুজনেক দেখি
চাঁদের আনন্দের সঙ্গে একাত্ত হয়ে যাই আমরাও .
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫