কবিতার খাতা যদি পরে থাকে সাদা
কলমের আঁচড় যদি না পরে একটিও
সে আমার অপরাধ নয়
বর্ষায় যদি নাহয় একফোঁটা বৃষ্টি
খাঁ খাঁ মাঠ যদি ফেটে চৌচির
সে আমার অপরাধ নয়
বসন্তে যদি না ফুটে ফুল
ভালবাসার কোকিল যদি না ডাকে সঙ্গীকে
সে আমার অপরাধ নয়
আমার সময় যদি কাটে একাকী
যদি ভালবাসাহীন কেটে যায় জীবন
সে আমার অপরাধ নয়
তোমার হাতে রাখতে চেয়েছি আমি হাত
তুমি ফিরিয়ে দিয়েছ, ধরেছ অন্যের হাত
সে আমার অপরাধ নয়.
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩