রিভিউটা অনেক আগেই লিখে রেখেছিলাম , কিন্তু পোস্ট করতে ভুলে গেছি...
==================
এক কথায় অসাধারণ একটা সিনেমা। একে যেকোন হিসেবে হলিউডের সমতুল্য ধরা যেতে পারে।
অনেক কষ্ট করেও মাত্র ১১টা Sin, ৩টা cliché আর ১টা মাত্র Ex-Machina বের করতে পেরেছি...
----------
Concept - 9
মূল কনসেপ্ট অনেকটা হূমায়ুন আহমেদের 'প্রেসক্রিপশন' গল্পটি থেকে নেয়া বলেই আমার ধারণা।
-----
Casting & Characters - 7
গল্পে নাবিলার ভূমিকামুক্ত চরিত্র থাকায় রেটিং একটু কমায় দিলাম... আর আরেফিন শুভর ক্যামিও অ্যাপিয়ারেন্স দিয়েছে ভালো কথা কিন্তু তার চরিত্র অনুযায়ী স্ক্রিনটাইম আরো বেশী দেয়া প্রয়োজন ছিলো..... বাকি সব ঠিক।
-----
Acting - 10
প্রত্যেকেই তার ভাগ চমতকারভাবে ফুটিয়েছে... আর চঞ্চল তো ফুটিয়ে না সরাসরি ফাটায় দিছে....
আর কয়েকটা Catchy ডায়লগও আছে...
-----
Story - 10
মুভিতে একাধিক মাঝারী মাপের প্লট টুইস্ট আর সাথে ৩টা আলাদা দৃষ্টিকোণ থাকায় তাদের একে অপরের সাথে ইন্টার্যাকশন দেখানো কঠিন কিন্তু অমিতাভ রেজা সেটা করে দেখিয়েছে....
তাছাড়া বাংলাদেশে আমি এই প্রথম এতোটা ডায়নামিক স্টোরীলাইন দেখলাম... মুভির শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী কোথায় যাচ্ছে তা আপনি সহজে অনুমান করতে পারবেন না...
-----
Sound effects & Music - 7(+2)
ভালো। দুই যোগ দেওয়ার কারন হচ্ছে এতে কোন বানিজ্যিকিকরন করার মতো গান দেওয়া হয় নাই বরং একটা কোরাস জাতীয় গান দেওয়া হয়েছে যার লিরিক্স একটা গুন ধারন করে আর তা হলো Catchy....
-----
Elements - 10
প্রতিটা এলিমেন্ট নিখুঁত ভাবে দেখানো হয়েছে....
-----
Camera - 10
অসাধারন সব অ্যাংগেল থেকে দুর্দান্ত কিছু শট নেয়া হয়েছে। বিশেষ করে হেলিকপ্টারের সিনগুলো।
তবে একটা সিনে পার্থ বাইক চালানোটা ইফেক্টের মাধ্যমে দেখানোর কি ছিলো বুঝলাম না, সে তো বাইক চালাতে পারেই... (ডাবলিং পারে না হয়তো)....
====
Overall - 9/10
এই সিনেমার অবশ্যই বড় কোন আন্তর্জাতিক পুরষ্কারে কোন না কোন ভাবে নমিনেশন পাওয়া উচিত। প্রাইজ জিতুক আর না জিতুক।
=====
পরবর্তিতে চেষ্টা করবো এর Sin, cliché আর Ex-Machina গুলোকে নিয়ে আলোচনা করার। তার জন্য মুভিটা ডিভিডি রিলিজ পেতে হবে ...