এই বছর যেই হারে আন্ডা দিবস পালিত হচ্ছে ...
তাতে বছর পাঁচেক পর -
.
১। বাঙ্গালি এইটারে ভ্যালেনটাইন্স ডে এর আরেকটা ফর্ম বানায়া ফেলবে । ঠিক যেমনটা বানাইছে পহেলা বৈশাখ , ২১শে ফেব্রুয়ারি ... এমনকি জাতীয় শোক দিবসকেও ।।
.
২। এই দিনে কাপলরা পার্কে বা দামী রেস্টুরেন্টে সিদ্ধ ডিম খাবে , একজন আরেকজনকে খাওয়ায় দিবে ... অনেকে ডিম খাওয়ার নামে ধানমন্ডি লেক এরিয়ার চিপায় চিপায় অবস্থান করবে ...
.
৩। সিদ্ধ ডিমের দাম ২৫-৪০ টাকা হবে ।
.
৪। পিজা হাট ওয়ালারা Egg Pizza বের করবে ...
.
৫। দিবসের সকালে আন্ডা-ভাজি পরোটা খাওয়ার রেওয়াজ তৈরি হবে ।
.
৬। আগের দিন আন্ডার হালি ৬০-৭৫ টাকা হয়ে যাবে ।
.
৭। যারা সিংগেল তারা বন্ধু বান্ধবের মাথায় কাচা ডিম ফাটাবে , যারা কারো উপর ক্ষেপে আছে তারা উৎযাপনের নামে কাচা ডিমের জায়গায় পচা ডিম ফাটানোর মাধ্যমে মনের ঝাল মেটাবে ...
.
৮। পত্রিকার ট্যাবলয়েড বের হবে যেখানে ডিমের বিভিন্ন রেসিপি থেকে শুরু করে শিশুদের এবং বড়দের এই বিশেষ দিনের জন্য ডিমের সদৃশ কারুকাজ করা পোশাক দেওয়া হবে ।
.
৯। কাপড়ের দোকানে আন্ডা কালেকশন প্রতিবছর আসবে ... তখন ডিমের ছবি ওয়ালা একটা জাইংগার দাম হয়ে যাবে ৯৫০-১২৫০ টাকা ...