Skorpion VZ-61
=========
ষাঠের দশকের সাব-মেশিনগান , এক ধরনের মেশিন পিস্টল । এর অফিশিয়াল নাম "স্যামোপাল ভিযোর ৬১" হলেও এটি তার আদরের নাম স্করপিয়ন দিয়েই বেশি পরিচিত । আসলেই এটা বিছের মতই ছোট কিন্তু একইসাথে প্রাণঘাতী । আপনি এর নাম আগে শুনেন নি ? এর কারন এটা পৃথিবীর অন্যতম আন্ডাররেটেড ওয়েপন ।
=========
এর ডিজাইনার "মিরোস্লাভ রাইবার" সর্বপ্রথম "মডেল ৫৯" নামে এই অস্ত্রের প্রাথমিক ডিজাইন প্রকাশ করেন । পরবর্তিতে চূড়ান্তভাবে এর নকশায়ন শেষ হয় ১৯৬১ সালে । এরপর এর উৎপাদনের দায়িত্ব নিয়ে নেয় চেকস্লোভাকিয়ার অস্ত্র নির্মাতা "চেসকা ব্রজোভকা" । এরপর অবশ্য সার্বিয়ান নির্মাতা "যাসতাভা আর্মস" এর উৎপাদন করেছে ... যদিও এ অস্ত্রের উৎপাদন বেশ অনেকদিন আগেই থেমে গিয়েছে । তারপরেও বর্তমানে প্রায় ১৩-১৬টি দেশে এর ব্যবহার লক্ষ করা যায় , এছাড়াও সোভিয়েত ইউনিয়ন , চেকোস্লোভাকিয়া ও আয়ারল্যান্ডের স্পেশাল ফোর্স গুলোতেও এর ব্যবহার হয়েছে ।
প্রায় ২ লক্ষাধিক স্করপিয়ন তৈরি হয়েছিলো বলা জানা যায় ।
এর কার্যনীতি : ব্লো ব্যাক , ক্লোজড বোল্ট ।
=========
এতে ব্যাবহার করা হয় যেসব কার্ট্রিজ তা হলো - .32 ACP , 9X19mm Parabellum , 9X18mm Makarov , .380 ACP । অর্থাৎ প্রায় সব পিস্টলের রাউন্ডই এতে এটে যাবে । ম্যাগাজিন সাইজ বেশ ছোট , তবে এক্সটেন্ডেড ম্যাগাজিন এর বিকল্প হতে পারে । ১০ রাউন্ড , ২০ রাউন্ড ও এক্সটেনশনের ক্ষেত্রে ৩০ রাউন্ড এর ক্লিপ ব্যবহার হয় ।
ইন্টারনেটে দেখলাম অনেক পাগল ড্রাম ম্যাগাজিন ব্যবহার করেছে , আমি অন্তত সেটা না করার উপদেশই দিচ্ছি ।
=========
এই অস্ত্রের সবচেয়ে দারুন দিকটা হলো এটা কতটা ছিমছাম ... ছোট খাটো একটা জিনিস , হয়তো কারো ওভারকোটের পকেট থেকে বের হলো আর মুহুর্তের মাঝে গুলিবৃষ্টিতে ঝাঝড়া করে দিতে লাগলো চারিদিক ।
এর গুলির ভর খুব কম হওয়ায় রিকয়েল খুব কম ... তাই ক্লোজ রেঞ্জে এর অ্যাকুরেসি বেশ ভালো । অর্থাৎ হিপফায়ারে Mini-Uzi এর চেয়ে ভালো পার্ফরম্যান্স পাওয়া যায় । ক্লোজ কমব্যাট মেশিন পিস্টল হিসেবে এর রেঞ্জ ব্যবহারকারীর উপরেই বেশি নির্ভর করে । তারপরেও ৫০-১৫০ মিটারে এর ইফেক্টিভিটি ভালোই পাওয়া যায় । মানে এ ধরনের সাব-মেশিনগান ও মেশিন পিস্টলের মাঝে মোটামুটি সেরা মানেরই বলা যায় ।
আর ফায়ার রেট ?? ওটা নিয়ে টেনশন করবেন না একেবারেই ... ৮৫০ রাউন্ড পার মিনিট আপনার প্রয়োজনের চেয়ে বেশিই । কাউকে কবরে পাঠাতে তো ২-৪ টার বেশি দরকার হবে না ( যদি না ভিকটিম ভেস্ট পড়ে থাকে ) ।
=========
এর সমস্যা তেমন কিছু নেই , তবে এর ক্ষমতা সীমিত এটা মাথায় রাখতে হবে । এর গুলির ভর কম হওয়ায় পেনিট্রেশন করার ক্ষমতা নেই বললেই চলে , এক কথায় সাধারণ পিস্টলের মতো । তবে একটা সমস্যা থাকেই , যেহেতু এর ফায়ার রেট অনেক বেশি এবং মুলত ২০ রাউন্ড ক্লিপ ম্যাগাজিন ব্যবহার হয় , তাই অতি দ্রুত এর ক্লিপ শেষ হয়ে যায় আর বারবার রিলোডের প্রয়োজন হয় । আর ফায়ার রেট বেশি হওয়ায় অদক্ষ হাতে এ জিনিস গেলে গুলির অপচয় হবার সম্ভাবনা থাকে ।
আর হ্যা ... এর ব্যারেল এতো ছোট যে ট্যাক লাইট ও এইমিং লেজার বসালে এটা হ্যান্ডেল করা একটু ঝামেলার হতে পারে ...
=========
এর ভ্যারিয়েন্ট এর মাঝে আছে , VZ-64 , VZ-65 , VZ-68 , VZ-61 E এগুলো মুলত ভিন্ন ভিন্ন কার্ট্রিজ ব্যবহারের জন্য তৈরি ।
তবে এর একটি কার্বাইন ভ্যারিয়েন্ট আছে , CZ-868
=========
এতে গ্যাজেট হিসেবে বসাতে পারবেন -
স্কোপ - সাধারনত ACOG স্কোপ ব্যাবহার হয় যা সেমি-অটোমেটিক ফায়ারের ক্ষেত্রে অ্যাকুরেসি বাড়াতে এটা বেশ ভালোই কাজে দেয় ।
রেড ডট সাইট - এটা ব্যবহার করলেই বুঝবেন অটোমেটিক ফায়ারে রেড ডত সাইট কি জিনিস !!
সাপ্রেসার - এটা সবচেয়ে কাজে দেয় স্পেশাল অপারেশনের ক্ষেত্রে । এমনিতেই ছোট কার্ট্রিজ , তার উপর সাপ্রেসার ব্যবহার আপনি তো পুরা ফায়ার আর্মস লাগানো নিনজা হয়ে গেলেন ।
ট্যাক লাইট - খুব বেশি জায়গায় এর কাজ নেই । আপনার চোখে নাইট ভিশন গগলস থাকলে এটার দরকার কি ??
এইমিং লেজার - হ্যা এটা মোটেও কাজে লাগে না । অন্তত আমার কাছে অর্থহীন ।
সফট নোজ বুলেট - পার্সোনাল ডিফেন্সে পেনিট্রেশনের চিন্তা বাদ দিয়ে জখমের কথা চিন্তা করলে ভালো কাজে দিতে পারে ।
=========
এই ছিলো আমাদের আজকের মারণাস্ত্র সিরিজের অস্ত্র বিবরণী। পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।
মাঝখানে জীবন নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় এই সিরিজ টেনে নিতে পারি নাই । তাই এতোদিনে মাত্র ৫ পোস্টের মাইলফলক পুর্ন হলো যেখানে আমার লক্ষ্য কমপক্ষে ২৫ ।
পরবর্তিতে আসছে - ( একটু সিদ্ধান্ত হীনতায় আছি , আপনাদের কারো কাছে কোন সাজেশন থাকলে জানাবেন )
==========
এই সিরিজের আগের পোস্ট -
১। AK 47 - Click This Link
২। M1 Garand - Click This Link
৩। IMI Desert Eagle - Click This Link
৪। Remington 870 - Click This Link
==========