আন্দোলন হচ্ছে ... আশা করি একদিন তনু হত্যার বিচারও হবে...
কিন্তু কথা হচ্ছে , কি লাভ ??
মানে তনু হত্যার বিচার অবশ্যই দরকার...
অনেকে বলবে , " বাংলাদেশে প্রতি মাসেই এমন কিছু হচ্ছে , বাকিরা কি দোষ করছিলো , তাদের জন্য আন্দোলন হয় নাই কেন ? "
তাদেরকে বলছি , অন্তত একজনের জন্য তো জনগন আন্দোলন করছে ... সবাই চুপ করে থাকার থেকে এটা কি ভালো না ??
=======
এখন আসল কথা হচ্ছে , তনু হত্যাকান্ডের বিচার হলো ... তারপর ?? এরকম ধর্ষন আর হত্যাকান্ড কিন্তু কমবে না ... যদি না আমরা আসল সমস্যা নিয়ে কিছু না করি ...
=======
এসব অপরাধ কারা করে ? অবশ্যই যাদের ক্ষমতা আছে ... আপনি কখোনোই কাউকে ধর্ষন করবেন না , যদি না আপনাকে ব্যাকআপ দেওয়ার কেউ থাকে ... সেটা ১০জন বন্ধু যেমন হয় , তেমন ১জন এমপিও হয় ...
ধর্ষক এই ক্ষমতা কিভাবে পায় ??
ধর্ষক যদি স্কুল শিক্ষক , মাদ্রাসার শিক্ষক বা ভন্ড পীর অথবা এধরনের কেউ না হয় ... তাহলে ৯০% বা তারও বেশি সময় তার ক্ষমতার উৎস হয় রাজনীতি ...
=======
পাতি রাজনীতি , কিশোর অপরাধ , নেশাজাত দ্রব্যের সহজলভ্যতা ... এধরনের সমস্যা নিয়ে কখোনো মাথা ঘামিয়েছেন ?
তা ঘামাবেন কেন ?? এগুলোতো ছেলেদের সমস্যা... এগুলো নিয়ে মাথা ঘামাতে হয় না , শুধু টেলিভিশনে প্রতিবেদন দেখতে হয় না , নিউজপেপারে পড়তে হয় না আর এসবের কারনে কিশোর বয়সী কাউকে ভিকটিম হয়ে রাস্তায় মার খেতে দেখলে নাক শিটকে বাসায় চলে আসতে হয় ...
=======
এখন অনেকে চিন্তা করবে , আরে ঐটার সাথে তনুর কি সম্পর্ক ??
আমি জানি না , তনু হত্যার পিছনে কারা আছে... কিন্তু এধরনের অপরাধ যারা করে তারা কিভাবে অপরাধী হয়ে গড়ে উঠে ??
=======
একটা এরকম ২৪-২৫ বছরের কাউকে ধরে আনেন ... দেখবেন সে রাজনীতি করে এমন বড়ভাইদের সাথে ১৫-১৬ বছর বয়স থেকেই ঘোরাফেরা করে ... ১৮-১৯ বছরে সক্রিয়ভবে তাতে অংশ নেয় ... আর এর মাঝেই হয়তো সে গোটা ৪০ ছেলের গায়ে মারের দাগের জন্য নিজেকে দ্বায়ী করে ফেলেছে ... আর এরপর থেকে যা করেছে সেই ছেলে তা তো জানা কথাই ... আর আরো ভালো মতো খোজ নিয়ে দেখেন , তার পিছনেও এখন স্কুলে পড়া কিছু ছেলে বুক ফুলিয়ে অন্যদের কাছে জবাব দেয় , " জানোস আমার ব্যাকআপ কে ?? অমুক ভাই ... "
=======
এভাবেই কিন্তু হয় ... এভাবেই ...
তনু হত্যার তদন্ত ও বিচার যেন হয় সে আশাই করছি ...যতদিন না হচ্ছে আন্দোলন অব্যাহত থাকুক ... শুধু তার সাথে একটা আশাই করছি ... সবাই যেন ভবিষ্যতে আমাদের কারো বোনের এরকম কিছু হবার আগেই যেন সবাই অপরাধের উৎপত্তি নিয়ে একটু চিন্তা করে ...