Remington 870
========
এমন একটি ভয়াল যন্ত্র যা একবার পাম্প করে নিলে একজন মানুষের দোজখের টিকেট কাটা হয়ে যায় । এটি পৃথিবীর অন্যতম সেরা শটগান । এমনকি যত পাম্প অ্যাকশান ওয়েপন আছে , তার মাঝে এটিই সবচেয়ে জনপ্রিয় । হোম ডিফেন্স থেকে গনহত্যা , সবজায়গায় এর একটা কদর আছে । এখন পর্যন্ত ১ কোটিরও বেশি Remington 870 তৈরি করা হয়েছে যা যেকোন শটগানের চেয়ে বেশি ।
========
১৯৫১ সালে প্রাথমিকভাবে এর ডিজাইন করা হয় । ডিজাইনার মোট ৪ জন - রে ক্রিটেন্ডন , ফিলিপ হ্যাস্কেল , এলিস হেইলস্টোন এবং জি. ই. পিংকনি । প্রোডাকশন সেই বছর থেকেই শুরু হয় যা আজও হচ্ছে । এটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত রেমিংটন আর্মস কোম্পানি উৎপাদন , সরবরাহ ও বাজারজাত করে থাকে । বলা হয়ে থাকে এটা রেমিংটন আর্মসের অন্যতম সেরা আবিষ্কার ।
এটার কার্যনীতি হলো - Pump Action
========
এতে ব্যবহার হয় , 12 Gauge , 16 Gauge , 20 Gauge এমনকি 28 Gauge রাউন্ড । মুলত এতে 12 Gauge রাউন্ডের বুলেট ব্যবহার করাটাই বেশি জনপ্রিয় । কারন কাউকে কবরে পাঠাতে 12 Gauge বুলেট একটাই যথেষ্ট ।
একসাথে আপনি এতে ৬টি বা সর্বোচ্চ ৮টি বুলেট রাখতে পারবেন । এটিই এর সর্বোচ্চ ক্যাপাসিটি । তবে সাইড অ্যাটাচমেন্টে আপনি আরো কিছু রাউন্ড রেখে দিতে পারেন কিন্তু সেগুলোকে অস্ত্রের ভিতর আপনাকেই ঢুকাতে হবে , তারপরেও অনেকে জরুরি ক্ষেত্রে দ্রুত রিলোড করার সুবিধার জন্য এটি ব্যবহার করে ।
========
আপনি এতে যে ধরনের বুলেটই রাখেন , আপনার ভয় নেই । আপনার কাজ শুধু একবার ট্রিগার টানা , আরেকবার পাম্প করা । এটি শটগান , তাই এটির রেঞ্জ কম । একে বানানোই হয়েছে ক্লোজ রেঞ্জে ধ্বংসলীলা চালানোর জন্য । তাই বলা যায় শত্রু আপনার যত কাছে , আপনি ততই নিরাপদ । আপনার শত্রুর গায়ে কোথায় বুলেটটা আঘাত করলো তা নিয়েও মাথা ঘামাবেন না । মাথায় , বুকে , পেটে লাগলে শত্রু সেখানেই নাই । আর যদি হাতে পায়ে কোথাও লাগে , তাহলে বুঝতে হবে তাঁকে কবর দিতে একটু অসুবিধা হবে , কারন আঘাতে সেই হাত ছিড়ে যে কোথায় ছিটকে গিয়ে পরেছে তা কেউ জানে না ।
========
আপনার মনে রাখতে হবে , এটা শটগান , তাই এর যখম করার ক্ষমতা ভয়াবহ হলেও এর পেনিট্রেশন এর ক্ষমতা কিন্তু নেই বললেই চলে । তবে প্রতিপক্ষ বুলেট প্রুফ ভেস্ট পরে থাকলেও খুব লাভ হবে না । 12 Gauge এর একটা বুলেট যখন আঘাত করবে , তখন বুলেট দেহের বাহিরেই থেকে যাবে সত্যি । কিন্তু ভরবেগের কারনেই তার ভয়ঙ্কর অভ্যান্তরীন জখম হবে ।
ব্যালিস্টিক জেল টেস্টে এর 12 Gauge বুলেটের ফলাফল - Click This Link
========
এর রেঞ্জ নিয়ে ওরকম তথ্য নেই , কারন তা ব্যবহারকারীর উপরেই বেশি নির্ভর করে , তবে মোটামুটি ৩০-৩৫ মিটার পর্যন্ত রেঞ্জে থাকাই ভালো ।
টিউব ম্যাগাজিন সিস্টেম হওয়ায় প্রতিটা বুলেট আলাদাভাবে লোড করা হয় । আর পাম্প অ্যাকশান বলে ফায়াররেট ব্যবহারকারীর উপর নির্ভর করে ।
হিপফায়ার বেশি করা হয় বলে এর অ্যাকুরেসি নিয়ে টেনশন করা উচিত না , কারন জিনিসটা শটগান , স্নাইপার রাইফেল না ।
এর ভ্যারিয়েন্টের লিস্টে থাকতে পারে - WingMaster , Express , SPS , Marine ইত্যাদি ।
এর মুল প্রতিদ্বন্দ্বী হলো - Mossberg 590 , আরেকটি প্রায় একই রকম শটগান ।
এটা সেনাবাহিনীতে , পুলিশবাহিনীতে , সেলফ ডিফেন্সে , শিকারে এবং এরকম আরো অসংখ্য ক্ষেত্রে ব্যবহার হয় ।
========
এতে যেসব গ্যাজেট ব্যবহারের সুবিধা পাবেন -
ট্যাক লাইট - যেহেতু শটগান কোন স্টেলথ অপারেশনের অস্ত্র না , তাই ট্যাক লাইট কাজে লাগে ।
লং ব্যারেল - আপনি এই অস্ত্রের ব্যারেলের একটা এক্সটেনশন যোগ করার মাধ্যমে রেঞ্জ ও হিপফায়ার অ্যাকুরেসি বাড়াতে পারবেন ।
এক্সট্রা বুলেট হোল্ডার - এটা অস্ত্রের সাথে মোটামুটি ৮-১২ রাউন্ড বুলেট ধরে রাখবে , ইমার্জেন্সিতে দ্রুত রিলোড করতে এই হোল্ডার ভালো কাজে আসে ।
এইমিং লেজার - আপনার হিপ ফায়ার অ্যাকুরেসিকে অন্য মাত্রায় নিয়ে যেতে এটি খুব কাজের ।
পিস্টল হোল্ডার - এর একটা ভদ্র নাম আছে যা আপাতত মনে পড়ছে না । এটি আসলে একটা ছাচের মাধ্যমে শটগানের সাথে একটা পিস্টল জুড়ে দেওয়া । দরকারের সময় বা জরুরি অবস্থায় চট করে শটগান থেকে হ্যান্ডগানে সুইচ করতে এর জুড়ি নেই ।
গ্রেনেড লঞ্চার - এটা আসলে এই অস্ত্রের ক্ষেত্রে একটু কম ব্যাবহার হয় , কিন্তু কাজে লাগে না তা নয় ।
=========
এই ছিলো আমাদের আজকের মারণাস্ত্র সিরিজের অস্ত্র বিবরণী । পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।
নিজের ব্যাক্তিগত কাজের জন্য আর শেষের দিকে একটু অসুস্থ থাকায় পোস্ট দিতে দেরি হলো । আর এক পাঠক আমার কাছে খুব আগ্রহ নিয়ে অনুরোধ করেছিলো Sturmgewehr 44 এর রিভিউ চেয়ে । কিন্তু আমি এখানে এক শটগান নিয়ে পোস্ট দিয়ে বসলাম । আসলে ভাই , STG-44 খুব অল্প মানুষই চেনে । আর তার চেয়েও কম মানুষ এর গুরুত্ব দেয় । আরো কিছুদিন যাক , পাঠক সংখ্যা বাড়ুক , আমি কথা দিলাম Sturmgewehr 44 আসবে এই সিরিজে ।
আরেকজন বলেছিলো স্নাইপার রাইফেল নিয়ে পোস্ট কবে দিবো । সেটা খুব শীঘ্রই আসছে , আপনার টেনশনের কিছু নেই । আর সেক্ষেত্রে প্রথম পোস্ট হবে সম্ভবত Dragunov SVD ।
=========
এই সিরিজের আগের পোস্ট -
AK-47 - Click This Link
IMI Desert Eagle - Click This Link
M1Garand - Click This Link
==========