IMI Desert Eagle
=========
এটা ভারি , অনেকটা দামি... প্রায় অবাস্তবিক , কিন্তু... এটা অসাধারণ । সাথে চূড়ান্ত জনপ্রিয়ও বটে । তার মানে কি বুঝায় , যত বড় ততই ভালো ?
=========
এটি হচ্ছে ইসরাইলের একমাত্র জিনিস যা আমি পছন্দ করি । যদিও এটাকে প্রথম ডিজাইন করে আমেরিকার ম্যাগনাম মিলিটারি রিসার্চ কর্পোরেশন । পরবর্তিতে ইসরাইল মিলিটারি রিসার্চ এর মডিফিক্যাশন করে । ১৯৮২ সালে এর ডিজাইন শেষ হয় । ২০০৯ সাল পর্যন্ত ইসরাইল এর প্রোডাকশন চালিয়ে গেলেও বর্তমানে ম্যাগনাম রিসার্চ ওয়ালারাই এটি তৈরি করছে ।
এর কার্যপ্রনালি হলো - Gas Operated , Rotating Bolt
=========
এতে ব্যবহার করা হয় নানা রকমের গুলি । বিভিন্ন ধরনের রাউন্ড ব্যবহার করতে পারেন । আবার এসব রাউন্ডের আকার অনুযায়ী এর প্রতি ক্লিপের গুলির ধারন ক্ষমতাও পাল্টে যায় । সবচেয়ে জনপ্রিয় হলো এর সবচেয়ে বড় রাউন্ড - .50 Action Express । প্রতি ক্লিপে ৭টি .50AE রাউন্ড নিতে পারবেন । এছাড়া এতে ব্যবহার করা যায় .41 Magnum রাউন্ড যা প্রতি ক্লিপে ৮টি জায়গা হয় , এবং .357 Magnum যা প্রতি ক্লিপে ৯টি পর্যন্ত থাকতে পারে ।
=========
আপনি যখন .50 AE রাউন্ড ব্যবহার করবেন , তখন আপনি মোটামুটি নির্ভয়ে থাকতে পারেন । কারন এর একটা বুলেট কারো গায়ে আঘাত করবে , আর সে দাঁড়িয়ে থাকবে , তা কখনো হবে না । কারন কেভলারের তৈরি বুলেট প্রুফ ভেস্ট পড়লেও এর ভরবেগের কারনে যেই আঘাত লাগবে তাতে শরীরের যেকোন হার ভেঙ্গে যেতে বাধ্য । আর ভেস্ট না থাকলে...... আপনি ততক্ষণে বেহেস্তে চলে গেছেন ।
এই লিঙ্কে আপনি এর জখম করার ক্ষমতা দেখতে পাবেন , অন্যান্য পিস্টল রাউন্ড ড্যামেজের সাথে এর তুলনা করা হয়েছে - Click This Link
=========
এর সবচেয়ে বড় ব্যাপারটা হলো এটা বড় । আসলেই বড় । এরকম হ্যান্ডগান সাধারণত দেখা যায় না । আর এর প্রতিটা বুলেটের ধ্বংসাত্মক ক্ষমতা । এর পেনিট্রেশন এর ক্ষমতা অন্য বুলেটের মতই । কিন্তু যখন একটা ওরকম সাইজের বুলেট আপনার দিকে ছুটে আসবে , তখন সেটার আপনাকে ভেদ করার দরকার নাই , আঘাত করতে পারলেই আপনাকে ২ মাস চিত হয়ে থাকা লাগবে ।
এই জিনিস কয়টা তৈরি হয়েছে সে ব্যাপারে তেমন কোন তথ্য নেই , তবে ৫০০ এরও বেশিবার বিভিন্ন মুভি , টিভি সিরিজ ও অসংখ্য ভিডিও গেমে একে রাখা হয়েছে ।
এর সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ ২০০ মিটার পর্যন্ত হতে পারে ।
=========
এই জিনিসের তেমন কোন সমস্যা নাই । শুধু , যারা এটি ব্যবহার করে অভ্যাস্ত না তাদের একটা সমস্যা হয় তা হলো এর রিকয়েল । .50 Action Express একটা রাউন্ড ছাড়ার পর একে বেশ খানিকটা রিকয়েল দেখাতে হয় । ফলে যারা নতুন , তারা খাপ খাইয়ে নিতে পারে না ।
=========
এর ভ্যারিয়েন্টের মধ্যে আছে - Mark I , Mark VII এবং Mark XIX
এছাড়া এর মাঝে গ্যাজেট বসাতে পারবেন -
স্কোপ - দূর থেকে টার্গেটে সঠিকভাবে আঘাত করার জন্য ।
এক্সটেন্ডেড ক্লিপ - সাধারণ ধারন ক্ষমতার চেয়ে বেশি বেশি বুলেট ধারন করতে পারে এমন ক্লিপ যা জরুরি মুহুর্তে কাজে লাগে ।
রেড ডট সাইট - কাছের টার্গেটে আরেকটু নিখুঁতভাবে শুট করার জন্য ।
১০ ইঞ্চি ব্যারেল - এর অ্যাকুরেসি বাড়ানোর জন্য । আপনি যতই স্কোপ লাগান , তাতে আপনার নৈপুণ্যতা বাড়বে ঠিকই , কিন্তু আপনার এই খুনে যন্ত্রের নিপুণতা বাড়বে না । এর জন্য চাই লম্বা ব্যারেল ।
ট্যাক লাইট - এটা আসলে পিস্টলে লাগানো টর্চ লাইটের আরেক নাম । খুব একটা কাজে আসে না ।
এইমিং লেজার - রেড ডট সাইট আসার পর এর প্রয়োজনীয়তাও কমে গেছে ।
সাইলেন্সার - এমনিতে এই পিস্টলে ভয়াবহ শব্দ হয় যা দমানো কঠিন , তবে কমানো যাবে না তা কেউ বলে নাই ।
=========
এই ছিলো আমাদের আজকের মারণাস্ত্র সিরিজের অস্ত্র বিবরণী। পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।
পরবর্তিতে আসছে - Remington 870 / M16 ( এখনো সিদ্ধান্ত নেই নাই কোনটা দিবো , ইতিমধ্যে একজন STG-44 এর জন্য অনুরোধ করেছে )
আপনাদের কাছে কোন অপশন থাকলে সেটাও জানাতে পারেন ।
=========
এই সিরিজের আগের পোস্ট - AK-47 - Click This Link
M1 Garand - Click This Link