===========
AK-47
===========
আমাদের সবচেয়ে পরিচিত 'কালাশনিকভ অ্যাসল্ট ওয়েপন' বা AK 7.62 ... এর আরেকটা খুব আদরের নাম আছে , কলা রাইফেল । আসলে এর ম্যাগাজিন বা ৩০ রাউন্ড ক্লিপগুলোতে গুলির আকারের জন্য ম্যাগাজিনগুলোকে একটু বাকানো হয় , অনেকটা কলার মতই ...
এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অস্ত্র , সামরিক বাহিনী থেকে ড্রাগ লর্ডের হাতে , উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে । আপনি এই অস্ত্র দেখবেন না এমন কোন জায়গা নেই । কেন ৭০ বছরের পুরান একটা রাইফেল এতোটা জনপ্রিয় ?
============
এর ডিজাইনার , মিখাইল কালাশনিকভ , উনি ছিলেন আমার চোখে একজন মহামানব । ১৯৪১ সালে আহত হবার পর তিনি ১৯৪৯ সালে এই অস্ত্র তিনি প্রকাশ করেন । একে-৪৭ এর ৪৭ এসেছে ১৯৪৭ থেকে , যখন এর প্রাথমিকভাবে ডিজাইন করা হয় ।
বলতে লজ্জা নেই , কিন্তু এই অস্ত্র আসলে পুরোটা তার কৃতিত্ব না । এর আইডিয়াটা এসেছিলো নাৎসি জার্মানের Sturmgewehr 44 বা STG-44 নামের প্রাথমিক একটা অটোমেটিক রাইফেল থেকে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাবহার করা হয় । এর গ্যাস অপারেটেড অটো রিলোডিং সিস্টেমটা এসেছে সেখান থেকে ।
============
তখন এতে ব্যবহার করা হতো 7.62X39mm Cartridge । যার অর্থ এর বুলেটগুলো ছিলো তুলনামূলকভাবে বড় । ফলে এর ক্ষমতা ছিলো ধ্বংসাত্মক । এর প্রতিটা বুলেট যেকোন ভেস্ট ভেদ করে যেতে পারতো । এমনকি আপনার সামনে একটা কংক্রিটের দেয়ালও আপনাকে এর থেকে রক্ষা করতে পারবে না । তখন এর পেনিট্রেট করার ক্ষমতা যুদ্ধের দুনিয়ায় সাড়া ফেলে দেয় ।
এর বুলেটের ক্ষমতার একটা তুলনা এই ছবিটিতে দেখতে পারবেন - Click This Link
এখানে ব্যালিস্টিক জেলে কোন বুলেট বা কার্ট্রিজ কতটা ভেদ করতে পারে তার তুলনা করা হয়েছে ।
=============
কয়েকটা ফ্যাক্ট বলি ,
পৃথিবীতে বর্তমান প্রতি ৫ টা আগ্নেয়াস্ত্রের মাঝে ১ টা হলো একে-৪৭ বা তার পরিবারের কোন অস্ত্র ।
বর্তমানে আপনি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছেন , সেই পৃথিবীতে ১০ কোটি AK-47 আছে ।
এটি এতই জনপ্রিয় যে , মোজাম্বিক এর জাতীয় পতাকায়ও একে দেখা যায় ।
আরো আছে , কিন্তু আপাতত ৩ টাই মনে পরছে ...
=============
এই অস্ত্রের আরেকটা মজা আছে । আপনি কি করতে চান এটা দিয়ে ? গুলি করতে চান তা তো সবাই জানে । কিন্তু আপনি কি জানতেন যে আপনি এটা দিয়ে রান্নাও করতে পারবেন ... ডেকচিতে মাংশ নাড়াচাড়া করা ছাড়াও , গুলি করার সময় এর উত্তাপ দিয়ে আপনি বেকন বা এই জাতীয় খাবার তৈরি করতে পারবেন ।
আসলে আমি কোন রেসিপি দিচ্ছি না । মুল ব্যাপারটা হলো এর সহ্য করার ক্ষমতা । আপনি এটার উপর যে অত্যাচার করতে পারবেন অন্য কোন অস্ত্র তা গ্রহন করতে পারবে না ।
একে পানিতে চুবান , No Problemo
একে কাদায় মাখান , No Problemo
এর ভিতর কেক ঢুকিয়ে দিন , No Problemo
এর মেকানিজম এতোটাই সরল যে এটা জ্যাম হওয়া খুব বিরল । আর একবার জ্যাম হলে তা ঠিক করাও এতো সহজ যে একজন যোদ্ধা চোখ বন্ধ করেও একে ঠিক করতে পারবে । ইউটিউবে সার্চ দিন , " AK-47 Torture Test " অগনিত ভিডিও পাবেন ।
আমেরিকার কুরুচিপুর্ন দৃষ্টিভঙ্গি থেকে একে দেখতে চাইলে এবং চোখ বন্ধ করে এর ওয়েপন স্ট্রিপিং দেখতে চাইলে - https://www.youtube.com/watch?v=3VRrc2n0NXg
এর সুপার গ্লু টর্চার টেস্ট - https://www.youtube.com/watch?v=fw81E4Kgfus
এর টুইঙ্কি (কেক) টর্চার টেস্ট - https://www.youtube.com/watch?v=kIuni6_K_RQ
এর মাড অ্যান্ড ওয়াটার টেস্ট - https://www.youtube.com/watch?v=mzwdCCNwn4M
বেকন টেস্ট - https://www.youtube.com/watch?v=PastmpZnShQ
=============
আরেকটা এর দুর্দান্ত বৈশিষ্ট্য আছে , তা হলো এর Durability ( ভালো বাংলা মাথায় আসতেছে না ) । আপনি এটা দিয়ে গুলি করতে চান , কত করবেন ? করতে থাকেন । পৃথিবীর অন্য সব অস্ত্র দিয়ে টানা গুলি করতে থাকলে একসময় তা ওভারহিটেড হয় , তখন এর যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি AK-47 দিয়ে গুলি করুন , এই অস্ত্র গরম হবে ঠিকই , কিন্তু থামবে না । এমনকি এতে আগুন ধরে যাবে , কিন্তু আপনি পানিতে একটা চুবানি দেন , আবার ঠিক ।
একটা লিঙ্ক দিলাম , এখানে টানা ৭০০ রাউন্ড ফায়ার করা হয় । আগুন ধরে যায় , কিন্তু !! সেই চিরন্তন সত্য , This gun never stops firing ...
https://www.youtube.com/watch?v=lND51FkLuFU
===========
আপনার বয়স কত ? অস্ত্র চালানোর অভিজ্ঞতা কত ? রিফ্লেক্স কেমন ? অস্ত্র নিয়ে জ্ঞান কেমন ? AK-47 ব্যবহার করতে এর একটাও লাগে না ।
আমি নিজে ভিডিওতে দেখেছি ৮-৯ বছরের এক ছেলে এই জিনিস ব্যবহার করছে (ভিডিও লিঙ্কটা পাচ্ছি না) । জঙ্গি সংগঠনের সবাই শিক্ষিত না , কিন্তু তারা ব্যবহার করছে । এটা মোটামুটী দক্ষতায় ব্যবহার করতে ১-২ দিনের ট্রেনিং যথেষ্ট । ৩ ঘন্টায় এর সব শিখে ফেলার ঘটনাও স্বাভাবিক ।
এর ডিজাইন এতোটাই সরল যে কোন পুর্ব অভিজ্ঞতা ছাড়াই এটা ব্যবহার করা যায় ।
==========
তবে এর কিছু সমস্যাও আছে । এর Accuracy খুব একটা ভালো না । কম রেঞ্জে আপনি এটা দিয়ে যুদ্ধের ময়দান কাঁপিয়ে দিতে পারবেন ঠিকই , কিন্তু দুরের টার্গেট হিট করার ক্ষেত্রে এর দৌড় খুব ভাল না । তাছাড়া এর রিকয়েল খুব বেশি , যার কারনে অটোমেটিক ফায়ার করার সময় আপনার লক্ষ্য ঠিক রাখা কঠিন ।
অনেকে এর ফায়ার রেট বা প্রতি সেকেন্ডে কত রাউন্ড ফায়ার করে তা নিয়ে অভিযোগ করে । কিন্তু সেকেন্ডে ১০ টা গুলি কেন আপনার জন্য যথেষ্ট না সেটা আমাকে কেউ বুঝাতে পারে নাই ।
এছাড়া সম্পুর্ন আলাদা একটা সমস্যা থাকতে পারে , ওভার-পেনিট্রেশন । মানে হাত পা বা দেহের কোন অংশে এটা আঘাত করে ভেদ করে চলে যায় , ফলে এফোঁড়ওফোঁড় ছিদ্র হয় ঠিক । কিন্তু সেটা দেহের ভিতরে খুব বেশি জখম না করার একটা সম্ভাবনা থাকে । এতে প্রতিপক্ষ থেমে যাবে ঠিক , কিন্তু মারন আঘাতটা হয় না । এর জন্য সোভিয়েত ইউনিয়ন এই অস্ত্র রিলিজের পরপর ১৯৫৭ সালে আরেকটু আধুনিকায়ন করে , AKM বা Modernized AK-47 বের করে । এতে তাদের উৎপাদনে কিছু সুবিধা হয় । আরো পরে আসে AK-74 । এতে গুলির ভর কমানো হয় , কার্ট্রিজ থাকে 5.45X39mm । এর গুলির পেনিট্রেশন করার ক্ষমতা কমে ঠিক , কিন্তু আভ্যন্তরীণ জখমটা আরেকটু ভালো হয় ।
===========
সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় ভুল ছিলো এই অস্ত্রের জন্য কপিরাইট মার্কা কিছু করে নাই । ফলে বিভিন্ন দেশ মনের আনন্দে এর নকল করে । নকলের মাঝে ভালো ভালো গুলো হলো -
চায়না বের করে Type 56 । হাঙ্গেরিতে পাওয়া যায় AMD 65M । ফিনল্যান্ডের ভ্যারিয়েন্ট হলো RK-52 । আমাদের পাশের দেশ ভারতের নকল হলো INSAS Rifle , KALANTAK Carbine । এসব নকল গুলোর কোনটা ১০০% নকল , কোনটা মোডিফায়েড । উপরের গুলো হলো মোডীফায়েড । বাংলাদেশ ব্যবহার করে চাইনিজ Type 56 বা এর সত্ত্ব কিনে নিয়ে এর নাম দেয় BD-08 । নকলের পুরো লিস্ট উইকিতে পাবেন ।
============
এর রাশিয়ান ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে প্রচলিত হলো AK-74M ।
কিন্তু বর্তমানে রাশিয়া আরো আধুনিক কিছু আনতে যাচ্ছে AK-12 ( এটা নিয়ে পরে পোস্ট দিবো ) । ২০১২ সালে এর ডিজাইন শেষ হয় । আশা করা যায় ২০১৫ এর শেষের দিকে এর পুর্নাঙ্গ প্রোডাকশন শুরু হবে । তখন এটিই হবে বিশ্বের পার্ফরমেন্স এর দিক থেকে শ্রেষ্ঠ । অন্যান্য অস্ত্র যেমন জার্মান SCAR , আমেরিকান M16A4 Carbine এর ধারে কাছেও আসতে পারবে না ।
============
এই হলো আজকের অস্ত্র পরিচিতি । দুঃখিত , এবার কিছু কারনে ছবি দিতে পারলাম না । তাছাড়া এই জিনিস যতটা বিখ্যাত , এর ছবি দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না ।
সামনে আসছে - M1 Gerand
============
পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।