( এই পোস্টটি আমার ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়েছিলো )
ফেসবুকার আমজনতাকে একটা বিষয়ে সচেতন করতে চাই ...
কাউকে ইন্টারনেটে... অন্তত ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা দিয়ে বিচার করবেন না । এই ব্যাপারটার জন্য বিভিন্ন তর্কে আমাকে ও আমার বন্ধুসহ আরো অনেককে হেনস্থা করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে...
এখানে একটা ব্যাপার লক্ষ করুন ...
======
জোনায়েদ সাকি , উনি বাংলাদেশের অন্যতম নামকরা অনলাইন অ্যাক্টিভিস্ট । এছাড়া তিনি গনশংহতি আন্দোলনের ও গণতান্ত্রিক বাম মোর্চা এর অন্যতম প্রধান ব্যাক্তিবর্গের একজন ( পদ গুলা মনে পড়তেছে না ) । মাসে ২-৩ বার টিভির পর্দায় দেখা যায় ।
অপরদিকে তানজিম মেহেজাবিন খান স্নেহা , এখন দশম শ্রেণীর ছাত্রী । ২-৩ বার চিপায় পরে থাকা পত্রিকায় ছবি ছাপা হয়েছিলো ।
======
জোনায়েদ সাকির ফলোয়ার - ১৭,৫৪১ জন ।
তানজিম মেহেজাবিন খান স্নেহার ফলোয়ার - ৪৩,০০০+ জন ।
======
আবারো বলছি , কারো ফেসবুক ফলোয়ার সংখ্যা দিয়ে তার মূল্য হিসাব করবেন না । ফলোয়ার বানাতে বেশি কিছু লাগে না ।
১। কোন মান করা গ্রুপে ঢুকবেন ( যেমন , উই আর ভেনম , উই আর টক্সিক থান্ডার , উই আর পয়জন ... কারো লাগলে তাদের গ্রুপ আর পেজের লিঙ্ক দিতে পারবো )
২। আমার আগের ফটোগ্রাফার নিয়ে দেওয়া পোস্টের মত ফটোগ্রাফার দিয়ে গোটা ২০-৩০ ছবি তুলে নেটে দিবেন ...
৩। আপনার পুর্ববর্তীদের পা চাটবেন ...
৪। টাকা দিয়ে কিনে হলেও দুই চারটা সুন্দরী মেয়ের সাথে ছবি তুলবেন ...
-- ব্যাস আপনিও এখন একজন ফেসবুক সেলিব্রিটি ... হু হু করে ফলোয়ার বাড়বে ।
-- মেয়েদের ক্ষেত্রে ৩ নং নির্দেশনা মানার দরকার হয় না ।
-- ৪ নং নির্দেশনায় মেয়েদের ক্ষেত্রে সুদর্শন ছেলেদের সাথে তুললে ভালো , না তুললেও তেমন ক্ষতি হবে না ...
-- পুরুষ কিংবা নারীর কারোরই সুদর্শন বা সুন্দরী হবার দরকার নেই । টাকাই আপনাকে চেহারা বানায় দিবে । তাছাড়া আজকাল চেহারাও লাগে না এসবে , ভুংচুং মেরে চলতে পারলেই যথেষ্ট ।
======
বাস্তবতা চোখ মেলে দেখুন ।
======
এই পোস্টে তানজিম মেহেজাবিন খান স্নেহার প্রতি যে অসন্মানমূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে , তা তার মনে ক্রোধের সঞ্চার করলে তার জন্য আমি দায়ী না । আমি মুলত ব্যাপারটা বোঝাতে চেয়েছি । সে এখানে একটি উদাহরণ । সে কোন দিক থেকে দোষী না । প্রকৃতপক্ষে আমাদের এই অবস্থার জন্য ফেসবুকিয় আমজনতার মন মানসিকতাই দায়ী ।