এই সেই দিন মা প্রথম দেখেছিলাম তোমায়
প্রথম তোমার চুম্বন স্পর্শ
আজ ২৪ তম বছরের দেখেছি সুর্যোদয়
এখনো পাই মা সেই স্পর্শ
দেখেছিলে আছি কেদেছি
আমায় যে আলাদা করেছিল বলে
আবার হেসেছি মন ভরে
তোমার মুখ দেখেছি বলে
যত দূরে যাচ্ছি মা আটছে বাধন তত
উপমা যদি দিই স্থিতিস্থাপক রাবার এর মত
যাবও মা বল কত দূর
আমার সকল পথ তো তোমারি বৃত্তে আকা
এ সেই দিন কষ্ট পেয়েছিলে একা
শেষ কষ্ট...না মা আরো একবার দিব
সেদিন হবে আমার বিদায় বেলা
রবে না যে কেহ স্মরিতে আমায়
ভিন্ন একজন শুধু তুমি ছাড়া ।।