অন্যান্য দিনের মত আজও ভোরে আধা ঘুম আধা জাগরণে অভ্যাসবশতঃ মোবাইলে চোখ রাখি নেটের পাতায়। জানি অনেকগুলি বদ অভ্যাসের তালিকায় এটা অন্যতম এক অভ্যাস। কিন্তু তার ফলেই কি এমন করে চোখের কোণটা জ্বালা করল। ভিজে উঠল তার পাশ আজকের এই ভোরে। না না না। কেঁদেছি কারণ সামুর প্রথম পাতায় শোভা পাচ্ছে এই অধমের জন্মদিনের শুভকামনা।।
ভুলেই গিয়েছিলাম আজ এই দিনে ধরার বুকে এসেছিলাম।। কত জন্মদিনের সকাল যে এমনি করে ভুলের খাতায় লিখে রেখেছি মনেই পড়েনা। বরাবরই জন্মদিনগুলিকে জানতাম আর দশটা সাধারণ দিনের মত। বাড়িতে কা্রোই হয়ত মনে নেই এমনি দিনে তাদের সংসারে কেউ একজন এসেছিল।। হয়ত কোন কারণে হঠাত মনে পড়ত আজ আমার জন্মদিন। মনটা বিষাদে ছেয়ে যেত, চুপি চুপি হয়ত খানিকটা কেঁদেও নিতাম এমন জন্ম ঔদাসীন্যে, হয়ত বিধাতার উপর খানিকটা অভিমান নিয়েই।।
কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই দেখতাম আমার হাড় জিরজিরে বাবা তার সারাদিনের কষ্টার্জিত টাকার খানিকটা নষ্ট করে হাফ লিটারের এক প্যাকেট মিল্কভিটা এনে মাকে বলছেন,
"কই গো, একটু পায়েস রাঁধোতো বড্ড খেতে মন চাইছে"।
আমার বাবার এমন অদ্ভূত বিলাসী শখটুকুই মাকে মনে করিয়ে দিত সব। যার জন্মের পরপরই বাবার চাকরি চলে যায়, সংসারের টানাপোড়েনের দায়ভার একেলা যে অপয়া মেয়েটার সে কি করে এতসুখ সইবে। তাইত ওড়নায় চোখ মুছে দূর থেকেই যেতাম সরে।। এমনি করে কেটে যায় আমার প্রতিবছরের ঘুরে আসা জন্মবেলা।।
আজ কতটা বছর পেরিয়ে গেছে। প্রতি মুহুর্তের সুখকে বলি দিতে দিতে আজ আমি আমার স্বপ্ন ছুঁয়েছি। সকল অপয়া অপশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ আমি দেশের বিসিএস কর্মকর্তাধারীদের একজন হয়েছি এইত এবারই। জানি আজ এবারের জন্মদিনে আমার মা খুব কাঁদবেন। কাঁদবেন কারণ তার ছেঁড়া আঁচলের নীচে আগলে রাখা সেই ছোট্ট মুখটা আজ পৃথিবীর পানে চাইতে শিখেছে।
মাগো তোমার ঐ আঁচলখানি দিয়ে আমায় সারাজীবন তেমনি করে আগলে রেখো যেমন করে এতদিন রেখেছ সকল অভাব, অভিযোগ, যন্ত্রণা আর লাঞ্ছনার করাল গ্রাস থেকে।। মাগো আমি ধন্য তোমার গর্ভে জন্মেছি বলে। এই জন্মদিনে আমায় তুমি বুকে টেনে নাও, আশীস কর যেন তোমার শেখানো পথে হেঁটেই যেন মরণের কাছে পৌঁছে যেতে পারি
আশরাফুল কি মনে করে [link|http://http://www.somewhereinblog.net/blog/islam01/29634394|আমায় নিয়ে লিখেছ জানিনা। তবে ঘুম থেকে উঠেই যে ভালোলাগাটুকুতে মনটা ভরে গেল জানি তার সম্পূর্ণ কৃতিত্বটাই তোমার।ভালো থেকো ভাই সারাটা জীবন।।
সামুসহ সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা একমুহুর্তের জন্যে হলেও আমাকে সুখ সংস্পর্শে আনতে পেরেছেন। ভাবতেই অবাক লাগে মানুষ কত অল্পেই কত সুখী হতে পারে।।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৪