আবার, আবারো আজ চোখের সামনে দেখলাম এক নারীকে লাঞ্ছিত হতে, নির্যাতিত হতে ..
ভাই সর্বনাশা এই প্রথম আমি আপনাকে জানাই সশ্রদ্ধ সালাম।সমগ্র নারীজাতির পক্ষ থেকে নয়, কেবল আমি,আমার মত ক্ষুদ্র এক মেয়ের কাছ থেকে যে কিনা ভয়ে থাকে প্রতিমুহহুর্তে,প্রতিক্ষণে।কখন যেন আঘাত আসে,কোথা থেকে যেন আসে!!!!
আপনি যখন ১১মে প্রথম সকল বিবেকের কাছে সাহায্য চেয়ে পোষ্ট দেন তখনই আপনার লেখাটা আমার চোখে পড়ে কিন্তু সেদিন কোন কমেন্ট করা কেবল হাস্যকরই মনে হয়েছিল।কারণ আমি জানি ওতে যত বাহবা পড়বে,বা প্রসংশাজনক মন্তব্য আসবে তার বেশির ভাগই আসবে পুরুষ হ্যা শিক্ষিত পুরুষ জাতির কাছ থেকে।যাদের বেশির ভাগই এখানে বাহ বাহ বেশ বেশ করবেন আর পিছন ফিরলেই মেয়েদেরকে "মেয়েমানুষ" বলে তাচ্ছিল্য করবেন।কারণ সেদিন আপনি যাদের সাথে যুঝেছিলেন তারাও ছিল শিক্ষিত(?????) পুরুষ।
মেয়েরা অসহায়,যোগ্য হলেও অসহায়।।
একটা মেয়ে যখন হাজার হাজার ছেলেমেয়ের সাথে লড়াই করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বের হয়।যখন হাজার হাজার ছেলেমেয়েকে পিছনে ফেলে দেশের সর্বোচ্চ কর্মকর্তা পদে পদায়িত হয় তখনও তাকে ভয়ে থাকতে হয়।কারণ তার আমিত্বের চেয়ে তার বড় পরিচয় হল সে একজন মেয়ে।কারণ সে নারীর শরীর নিয়ে জন্ম নিয়েছে এই ধরায়।।তার চেয়ে রাস্তার হকারও শক্তিশালী কারণ সে পুরুষ।।
হ্যা ভাই আপনারা পুরুষেরা ঘরের আসবাবপত্রের মূল্য দেন কিন্তু ঘরের মা বোনকে তার মর্যাদা টুকু দিতে চান না।সম্মান করতে জানেন না।এর পরিণাম কখনই ভাল ফল বয়ে আনবেনা।আনছেওনা।ঘরের কোণে বেড়ে ওঠা শিশুটি যদি তার বাবার দ্বারা মায়ের সম্মানটুকু পেতে দেখে।তবে সেই শিশু জীবনে আর যাই হোক নারীকে অসম্মান করতে পারবেনা সে আমি নিশ্চিত।
ভাই সর্বনাশা।।
এই সমাজ পাল্টাবেনা।কখনই পাল্টাবেনা।যদি আমরা প্রত্যেকেই নিজেরা না পাল্টাই।।১১মের যে ঘটনা।সামান্য বিবেক বোধ থাকলে সেই দুর্বৃত্তকারীদের মা, বো্ন, বন্ধুদের কেউ একজন মাথা উচু করে বলত---এই নাও আমাদের কুলাঙ্গার সন্তানদের।তোমরা এদের বাছাই করে করে বের করে দাও সমাজ থেকে,দেশ থেকে,জাতি থেকে।নিষ্কলঙ্ক কর ধরা।সমাজের রন্ধ্রে রন্ধ্রে বইয়ে দাও সুস্থ,সুন্দর আর পবিত্রতার ফল্গুধারা।।কিন্তু আমরা তা করিনি।কারণ আমরা সবাই স্বার্থপর।।
একজন অশিক্ষিত লোক বউকে পেটায়।সেটা মেনে নেওয়া যায় কারণ তার বোধ নেই।কিন্তু শিক্ষিত লেবাসধারীরা?তাদের বিবেকের পচন আর কত সহ্য করা যায়????????াসুন নিজেদের স্বার্থেই নিজেরা পাল্টাই।আমার জন্যে,আপনার জন্যে,আপনার সন্তানের জন্যে।।
ফেইসবুকে, ব্লগে ব্লগে নারীর প্রতি সম্মান দেখানোর যে জোয়ার আসছে তা যেন মিথ্যে না হয়ে যায়।আসুন বিবেককে নাড়া দেই।ঘরে ঘরে একেক জন হয়ে উঠি " সর্বনাশা"।আমার স্বার্থেই আমার পাশেরজনকে শেখাই কি করে সম্মান করতে হয় নারী জাতিকে একজন মানুষের মত করে।যে কিনা আমাদেরই কারো মা, বোন কিংবা বধূ।।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০১