তখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি মাত্র। একদিন পড়ার টেবিলে বসে চিন্তা করছি বিদেশের মাটি গুলো কেমন? ভাবতে ভাবতে ডিসিশান নিয়েই ফেলেছি যেভাবে হোক উড়ন্ত পাখিটায় চড়ে বিদেশ টা দেখতে হবে।
বাড়াবাড়ি ভাল নয়। সেটা ভিসা প্রসেস এ বুঝতে পারলাম। দালাল প্রথা বাংলাদেশে কে যে কতটুকু নিচে নামিয়েছে এবং গরীব দের স্বর্বস্ব করে পথে বসায় তা নিজে টের পেলাম।
দালাল দের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করছি।
যা হোক বিদেশ এলাম, বিপদে ও পরলাম। মাকে ফোন করে শুধু কাদতাম।
একটা বছর কষ্ট করার পর এক বাংলাদেশী ভাইয়ের মাধ্যেমে একটা ভাল এবং নিরাপদ কাজ জুটিয়ে নিলাম। ডাটা এন্ট্রির কাজ। সারাদিন ফেসবুক এর মিটিং আর মাস শেষে কিছু এন্ট্রি মেইল করা। আল্লাহ যা করেন ভাল'র জন্য করেন।
এখন চলছি ভাল তবে আমার বিদেশ এর মাটি দেখা শেষ। বিরক্তিকর মাটিগুলো।
আমার দেশের মাটির মত নয়। বৃস্টি ভেজা মাটিগুলোয় যে সোঁদা গন্ধ পাওয়া যেত বাংলাদেশে সেটা এখানে পাই না। মা মাটি আর মাতৃভুমি কে অনেক বেশি মিস করি।