দেশপ্রেম, দেশপ্রেম এবং দেশপ্রেম। চটকদার কিছু লিখা, কিছু পাঠকের কমেন্ট এবং লাইকের বন্যায় আমার বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিত। তবে যারা এই পরিচিতি ঘটাচ্ছেন তারা হয়ত জানেন না, দেশের ভাবমুর্তি বিদেশের পাবলিকদের কাছে কেমন।
বাংগালির ভিসা বন্ধ, হেয় হতে হতে আমাদের গায়ের চামড়া গণ্ডারের থেকে মজবুত আজ। কিন্তু তারপর ও আমাদের দেশের বৈদেশিক মন্ত্রী প্রতি মন্ত্রী গুলোর কথা শুনলে ইচ্ছে করে নিজের গালে দুটা জুতা দিয়ে মারার সময় ফটো তুলে ফেসবুকে ছাড়ি। কিন্তু পারি না।
অনেকে আছেন কিছু মানুষের পাকিস্তান ভারত প্রীতি আছে বলে তা নিয়ে অনেক মহৎ রকম লিখা লিখে ফেলেন। হায়রে নিজের দেশের প্রতি যে ভালবাসা দেখাস, কিন্তু কোন কিছু করে তো দেখাতে পারছ না। দেশ এ এখনো ট্রাফিক পুলিশ মামারা ঘুস নেয়, একুশের চোখ দেখলে বুঝা যায় মানুষ মরে যায় কিন্তু বিচার হয় না, মানুষ স্বাধীন বাংলাদেশে দেখতে পায় মুক্তি যোদ্ধারা এখনো রিকশা চালিয়ে ভাত খায়, সন্ত্রাসীর জ্বালায় পালিয়ে বেড়ায়। তোরা যাদের পাকি প্রীতি আছে বলে, কিংবা ভারত সাপোর্ট আছে বলে গালাগালি করিস তারা ঠিক আছে কিন্তু তোরা ঠিক নেই। কারণ যে নিজের দেশের অবস্থা নিয়ে না ভেবে অন্যর বগলের গন্ধ নিয়ে নাক কুঁচকায় তারাই বেহায়া, নির্লজ্জ এবং মুর্খের বস। তোরাই আমার দেশের আসল শত্রু।
দূর হয়ে যা ফাকারের দল। যারা পাকি দের ভালবাসে তারা তো পাকিস্তানে যাবে, আর যারা ইন্ডিয়া কে পূজা করে তারা সেখানে মণ্ডপ এ ফুল দেবে কিন্তু তোরা হালারা কই যাবিরে?