মোশাররফ আর ছিদ্দিক কে নিয়ে কোন নাটক হলে সবাই সেটা লুফে নেয়। কেন ? কারণ আমার মতে একটা নাটক যে উদ্দেশ্য দেখা হয় তা পূরণ হলেই হয়। কিন্তু আপনি কাউকে ১০০ টাকা দিলে ও বর্তমানের শাকিব খান আর অপু বিশ্বাস এর মুভি দেখিয়ে খুশি করতে পারবেন না। তাহলে তফাৎ টা কি? হ্যাঁ তফাৎটা রাত আর দিন ভাই, রাত আর দিন। কারন ঐ যে মধুমতি লবণে আছে আয়োডিন।
কিছু কারণ:
মোশাররফ যখন অভিনয় করে, তখন অভিনয় টুকু তার সর্ব সত্তা দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর শাকিব খান নরম্যাল লি হাটাঁর সময় ও ক্যাট ওয়াক দে। বিপরীতে ভারতীয় বাংলা ছবিতে দেখুন জীবন্ত অভিনয় করে, মানুষের মন জয় করে কোটি কোটি টাকা ব্যবসা করছে। ভাই আমি কোন চলচ্ছিত্রের উপর পি এইচ ডি করেছি তা কিন্তু নয়। তবে বিবেচনার বিষয় টি একজন টি বয় ও দেখিয়ে দিতে পারে। তা না হলে একি ভাষার চলচ্ছিত্র দু-দিকে বানায়, একদিকে জিরো আরেকদিকে হিরো।
কিছুদিন আগে ভারতীয় বাংলা চলচ্ছিত্র এদেশে নিয়ে এনে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু বাধঁ সাধেন এদেশের অভিনেতা-অভিনেত্রি গণ। কেন রে বাবা তোমাদের যদি ভালো ছবি বানাবার ক্ষমতা না থাকে তাহলে কেন আমাদের বিনোদন কিনে আনার প্রয়াস কে বাধা দিচ্ছ? রাজ্জাক, ফেরদৌস তোমরা তো কলকাতার ছবি তে অভিনয় করেছো তাহলে তোমরা বলো সমস্যা টা কোথায়?
নাকি তোমরা ও মনে করছো ---- সস্তা আর বস্তার মতো মোটা অভিনেত্রীগুলোর অভিনয় গুলো আমাদের প্রাপ্য।
অনেক কিছু লেখার উদ্দেশ্য ছিল কিন্তু বিতর্কে যেতে আর ভালো লাগছে না। তবে ছোট্ট একটা অনুরোধ করতে ইচ্ছে করছে --- পরিচালক, প্রযোজক দের প্রতি শিখার চেষ্টা করুন তারপর সুস্থ ধারার কিছু ছবি উপহার দেয়ার চেষ্টা করুন।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৮