সেদিন আগামীকাল দেখেছিলাম তোমার চোখে
ক্ষুধার তাপে কর্মঠ শ্রমিকের পেশীর মত প্রগাঢ়
এবং বিভীষিকাহীন স্বপ্নের মত সপ্রতিভ ছিল তা।
আতপ্ত মধ্যাহ্নে পৃথিবীর মধ্যরেখায়
ভাবলেশহীন এবং অভিজ্ঞ তরূর অমত্ত ছায়া
যেখানে অবসন্ন পথিকের অবলীল প্রবোধ শুধু;
দেখেছিলাম ওমন অনন্তর দুপুর তোমার চোখে।
হৃদয়েশ্বরীর বুকে শাশ্বত সাম্রাজ্য দেখে সেদিন
থেমে গেছিলো হৃদযন্ত্র সব নাগরিক ঘড়ির
থমকে গেছিলো অন্ধকার - নিশিত নীরবতা
অনুরাগের জলছাপে জোছনার আঁচল উড়েছিলো
প্রতিষ্ঠিত প্রদেশের পতাকার মত।
দেখেছিলাম অজস্র হেমন্ত ভোর - বসন্তোৎসব
শীতের উষ্ণতা পেয়েছিলাম তোমার সুললিত ঠোঁটে
দেখেছিলাম অতীতে একটি আগামীকাল তোমার ভেতর।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩