পরস্পর সমদূরত্বে হেঁটে বিস্তৃত সবুজ মাড়িয়ে
দুটো বিকেল চলে গেছে ভিন্ন পথে- বিপরীতে
কত সহজে দৃষ্টিক্ষেত্রে আঁধার নেমে গেছে আর
সন্ধ্যাতারা চোখে নিয়ে বসে ছিলাম দুজনে
আলাদা বারান্দায়- যৌথ অনিচ্ছায়।
অথচ জমা ছিলো অপ্রমেয় প্রেম দ্বিধার আড়ালে
প্রণোদিত স্বপ্নলোকের অব্যক্ত অভিলাষ দু'দিকে
শুধু মিশেনি কোন সমুদ্রের বাহুতে- মনোমোহনায়।
প্রত্যাশিত স্বর্গোদ্যানে উন্মেষিত মরুদেশ - অবহেলায়।
আমরা নিজেদের দেখেছি কিন্তু লক্ষ্য করিনি
এ অন্তরের খরতাপ, এক ঋতুর উত্তাপ
সেসব বলিনি গত সহস্র চাহনিতে।
বেলাশেষে দুটো বিকেলের মত প্রস্থান হলে
একজন মিশে যাবো ঘুঘুর ব্যথিত ডাকে অন্ধকারে,
হয়তো আমিই নিয়ে নিবো সব অবসাদ যখন
রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিট হবে পৃথিবীর ঘড়িতে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৯