এই পথ ধরে তুমি স্বর্গে চলে যেয়ো
আমি থেকে যাবো সাথে নিয়ে বিধ্বস্ত নরক।
শুনেছি স্বর্গে কোন দেয়াল নেই অবহেলার
আছে শুধু মেঘের মত সাদা সুখ ইমারত
সেখানে বৃষ্টি নেই কান্নার মত
বিলাসী কোন দুঃখ নেই কোন শ্রাবণে
আছে কাড়ি কাড়ি ভালোবাসার স্বর্গীয় তুষার।
তুমি সেই তুষারস্রোতে গা ভাসিয়ো
মনে রেখোনা এই নরকভোগী মানবের
অমানবিক হাহাকার।
কোন সফল শয়তানের হাত ধরে তুমি স্বর্গে চলে যেয়ো
আমি থেকে যাবো সাথে নিয়ে পদদলিত প্রদেশ।
মৃত্যুরায় এখনো বাকি জেনেও
সমুদয় পৃথিবীর ব্যর্থ প্রেমিক সম্প্রদায়
কবরের মত নীরব দরবারে জড়ো হবে একদিন
শাণিত ব্যাকুল চোখে চেয়ে রবে
প্রেমিকজীবনে সঞ্চিত নীল আয়নায়।
দুইবার প্রিয়তমার মুখ
আর একবার নিজের মৃত্যু দেখার সাধ;
অথচ তারা জানে না মৃত্যু কেবলই অনুভুত হয়
নিমগ্ন ভালোবাসার মত।
যারা যুদ্ধে মরেছে তারা মৃত্যুর স্বাদ বুঝেনি
যারা খুন হয়েছে তারা মৃত্যুর তৃপ্তি বুঝেনি
অকালে প্রাণ গিয়েছে যাদের তারাও বুঝেনি;
হৃদয়েশ্বেরীর চলে যাবার পথে যারা নিষ্পলক
পাথুরে দৃষ্টিতে চাইতে পেরেছে
কেবল তারাই পয়েছে আমরণ মৃত্যুর স্বাদ
নিত্য অনলের সোনালী আগ্রাসন যেন স্ব মৃত্যুশোক।
তবুও তুমি সুখে থেকো কোন সফল প্রেমিকের স্বর্গে
ভুলে যেয়ো আমার অতীত আকুতি।
আমি শুধু মৃতের নরকে জুয়ার আড্ডায়
প্রতিদিন জিতে যাবো দুঃখের বাজি।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ রাত ১১:২২