এই ব্যাথার স্রোতটা যে বিনাশী মহাপ্রলয়
তা যদি সে জানতো;
কিভাবে ভেসে যাচ্ছে আবাস
কিভাবে ডুবে যাচ্ছে প্রাণ
নিমজ্জিত আমি কিভাবে আছি
সে সব যদি সে জানতো।
সুনসান শ্মশানের মত বুকের ভিতর
তীক্ষ্ম ঝড়ে টিকে থাকা পাখির আবাস ছিল
ভরা নদীর অথৈ সুখ, ঊষাকাল মুখরিত গান
ছিলো সব অবারিত তৃষ্ণা
ছিলো একটু দরদী ছোঁয়ার ক্ষুধা।
তবু আজ কিছু নেই আর
মুমূর্ষ সময় গিলেছে সব ঔষধী সুখ।
এখানে শুধু পড়ে আছে মরা নদীর চর
তপ্ত বালিতে শীর্ণকায় আশা
চেয়ে আছে দুঃখের শকুন অবিশ্রান্ত চোখে
মহামারী দুর্ভিক্ষের উল্লোসিত চোখে।
এখানে শুধু দৈনিক দুঃখের শিরোনামে
অনিয়মে ভরা প্রলয় প্লাবন
বয়ে আনে প্রাচুর্য ভরা ব্যাথা,
জানালায় নীল নিস্পৃহ বাতাস
কুন্ডলী হয়ে জমে নির্বাক নীরবতায়।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:২৯