কেউ কি কখনো চেয়েছে নির্বাসিত জীবন?
কখনো কি চেয়েছে একটি একলা ঘর
একটি পাহাড়
সবুজ আচ্ছাদনের পথ হেঁটে
ফিরতে চেয়েছে চূড়ার একাকীত্বে?
কেউ কি চেয়েছে একটি একলা ঘর
একটি চায়ের কাপ
একটি বারান্দা আর
গোধূলির ডানায় জড়ানো ক্লান্তি?
কেউ কি চেয়েছে কখনো একটি একলা ঘর
একটি নীরব নদী
একটি জোছনা রাতে
দেখতে চেয়েছে হতাশার জোয়ার?
কেউ কি চেয়েছে একটি একলা ঘর
একটি খাবার প্লেট
অবহেলিত স্বপ্ন আর
তিনবেলার অহেতুক রুটি রোজগার?
কেউ হয়তো চায় নি।
হয়তো কেউ চেয়েছিলো একটি ছোট্ট ঘর
একটি প্রিয়মুখ
একটি সৈকতে
ঝিনুকের সংসার আর শঙ্খচিলের ছায়া।
হয়তো কেউ চেয়েছিলো একটি প্রিয়মুখ
একটি টিনের ঘর
বর্ষাবেলায় জল কবিতা
সুখের মত নেমে আসবে বলে অঝোরে।
হয়তো কেউ চেয়েছিলো
একটি প্রিয়মুখ
একটি প্রিয়মুখ
শুধু সেই প্রিয়মুখ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩০