কেমন হতো যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কেউ কথা রাখেনি' কবিতাটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লিখা হতো??
একটা চেষ্টা দিলাম। বিখ্যাত মানুষেরা কবিতা অনুবাদ করেন। এক ভাষা থেকে অন্য ভাষায়। আমি শুধু শুদ্ধ বাংলা থেকে আঞ্চলিক নোয়াখালীর ভাষায় অনুবাদ করার একটু চেষ্টা করলাম। শ্রেফ মজা করেই।
তবে পাঠদের অনুরোধ, পূর্ণ তৃপ্তি পেতে আশেপাশে নোয়াখালীর কোন লোক থাকলে তাকে দিয়ে আবৃতি করানোর চেষ্টা করুন। নোয়াখালীর ভাষার শুদ্ধ নোয়াখাইল্লা উচ্চারণ শুধুমাত্র নোয়াখাইল্লারাই করতে পারে।
কেউ কথা রাখেনি
- সুনীল গঙ্গোপাধ্যায়
ক্যাও কতা রায় ন, তেত্তিরিশ বোছর চলি গেছে ক্যাও কতা রায় ন
ছোডকালে এজ্ঞা বোষ্টুমি হেতার আইয়ুইন্না গান আচম্বিত থামাই দি কইছিলো
আষাঢ় হুন্নির দিন আই বাঁই অন্তরা হুনাই যাইবো
হিয়ার হরে কত চান্নি খাইন্না অমবস্যা আই চলি গেছে, কিন্তুক হেই বোষ্টুমি আর আইয়ে ন।
হুঁচুইশ বোছর প্রতীক্ষাত আছি।
মামু গ বাইর মাঝি নাদের আলী কইছিলো, বড্ডা অও দাদাঠাকুর
তোঁয়ারে আঁই তিন প্রহরের বিল দেয়াইতাম লই যাইয়ুম
হিঁয়ানে পদ্মফুলের মাতাত হাপ আর ভোমরা খেলায় !
নাদের আলি, আঁই আর কদ্দুর বড্ডা ওইতাম? আঁর মাতা এই ঘরের চাল
ছেদি আসমানে উডি গেলে হিয়ার হরে তুঁই আঁরে তিন প্রহরের বিল দেয়াইবা?
এজ্ঞা রয়্যাল গুল্লিঅ কিনতাম হারি ন কোন সোমে
লাডি-লজেন্স দেয়াই দেয়াই চুঁইছে লস্কর বাইর হোলাহাইন
হইরের মতন চোদ্রী গ গেটঅ খাড়াই চাইছি বিত্রে রাস উৎসব
অবিরল রঙ্গের ধারার মাইদ্দে সুবর্ণ কঙ্কণ হিঁন্দুইন্না ফর্সা মাইয়াগুন কতরকম আমোদে আঁইসছে
আঁর দিগে হেতিরা একবার হিরি অ চায় ন !
বাফে আঁর কাঁন্দ দরি কইছিলো, চাইছ, একদিন আমরাও...
বাফে ওন অন্ধ, আমগ কিচ্ছু চান অয় ন
হেই রয়্যাল গুল্লি, হেই লাডি-লজেন্স, হেই রাস উৎসব
আঁরে কেও হিরাই দিতো ন!
বুকের মইদ্দে সুগন্ধি রুমাল থুই বরুণা কইছিলো,
যেইদিন আঁরে হাঁচা হাঁচা ভালোবাইসবা
হেদিন আঁর বুকেও এমিক্কা আতরের গেরান অইবো !
ভালবাসাল্লাই আঁই আতের মুডত প্রাণ লইছি
দুরন্ত বেরষের চোকের মাইদ্দে লাল কাফড় বানদি দিছি
হারা দুইন্নাই তন্ন তন্ন করি টোগাই আইনছি ১০৮ গা নীল পদ্ম
হিয়ার হরেও কতা রায় ন বরুণা, অন হেতির বুকের মাইদ্দে শুদু গোস্তের গন্ধ
অন হেতি এক বেডি !
কেও কতা রায় ন, তেত্তিরিশ বোছর চোলি গেছে, কেও কতা রায় ন!
(কিছু শব্দ যেমন ছিলো কবিতার সার্বজনীনতা রক্ষায় সেরকমই রাখা হইছে। আর শুদ্ধ বাংলার লিখিত নোয়াখাইল্লা রূপ বেশ কঠিন। কিছু কিছু আঞ্চলিক শব্দের লিখিত রূপের সাথে এদের উচ্চারণের কিঞ্চিত তফাৎ আছে)
কেউ কোন শব্দের অর্থ না বুঝলে কমেন্ট করেন। যথাযথ তর্জমা করে দিবো।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১