অহংকার
- উজ্জ্বল সরদার
-------------------------------
ওগো সুন্দরী বিদেশীনি, নিজের প্রতি এতো
অহংকার কিসের ?
আমাদের দেখে তোমার মম হৃদয়ে কেন
উঠলো বেজে নিষ্ঠুর গীতের বাঁশি ?
আজ আমার মুখের বানি হয়েছে রুদ্ধ কি আর
বলবো তোমাদের।
কালো কুস্তি কী জঘন্য দেখতে নাম যে
তোমাদের কৃষক,
ভাঙা কুড়ে ঘরে থাকো পল্লীতে পড়ে -
দেখে আমার দম যাচ্ছে বন্ধ হয়ে !
বোলার নেই কিছু তোমাদের সাথে ।
ওগো সুন্দরী বিদেশীনি, নিজের প্রতি এতো
অহংকার কিসের?
থাকতে পারি কালো কুস্তি - মনটা যে আমাদের
বড়ো,
জীবের সেবাই করেছি নিয়োজিত তোমাদের
থেকে শ্রেষ্ঠ।
লাঙল - জওয়ান লয়ে থাকি মাঠে পড়ে,
সবুজ শস্য শ্যামল ভরিয়ে দেই এই পৃথিবীর তরে!
পশু পাখি থেকে - শ্রেষ্ঠ জীব মানুষ থাকে যে
এই খেয়ে বেঁচে,
তবে এতো অহংকার কিসের নিজের উপরে?
রাঁধাবরন লয়ে থাকো যে শহরে পড়ে,
লোভ লালসায় মেতে থাকো -
আমাদের সবকিছু ছিনিয়ে ভরিয়াছ হৃদয় টারে,
তবে এতো অহংকার কিসের নিজেকে লয়ে?
আমাদের দেহের রক্ত, হৃদয়ের দুঃখ, চোখের
জল দিয়ে বানানো অট্টালিকায় থাকো যে পড়ে,
নিজে কী করেছো সমাজের কল্যাণে?
মানুষ হয়ে মানুষের রক্ত খাও তোমরা চুষে,
আমাদের মতো মানুষদের বুকের উপর দিয়ে
প্রতিনিয়ত যাও হেঁটে।
যা কিছু করি সৃষ্টি, তাই নিয়ে বেঁচে থাকে
তোমাদের হৃদয়ের দৃষ্টি,
তবে এতো ঘৃণা কিসের -আমাদের দেখে
তোমার হৃদয় মাঝে ঝরছে কেন অগ্নি বৃষ্টি
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১