চার্জ লাইট দরকার, ব্যাটারি দরকার, পানি দরকার, অক্সিজেন দরকার, খাবার দরকার, রক্ত দরকার, ভাই যার যার কাছে যা আছে দয়া করে সাভারে রানা প্লাজায় দিয়ে আসেন।
এই খানে ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী শুধু না, উদ্ধার কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ দরকার, দরকার সাহায্য করার মানসিকতার।
সেই সাথে ছোট ছোট অনেক জিনিস দরকার (ইভেন ছোট একটুকরা কাঠ যেইটা খুঁইজা পাইতেও বেগ পাইতে হইতেছে), ভাই দয়া কইরা স্পটে যান, গেলেই দেখবেন কিছু না কিছু করার আছে, চার্জার লাইট দেন, বাল্ব দেন, পানি/বিস্কুট খাবার, চার্জার ফ্যান এইগুলা কিনা দ্যান.... না পারলে রক্ত দিয়া আসেন, তাও না পারলে ট্যাকা দিয়া আসেন যাতে অন্যেরা কিছু কিনা দিতে পারে।
বিশ্বাস না হইলে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দেখেন। না হয় গিয়া দেখেন। আমার বাসা সাভারে, আব্বা, বড় ভাই, বন্ধুদের সাথে কথা বইলা +টিভি দেইখা জানলাম এইসব।
ভিতরে অক্সিজেন কইমা আসতেছে, অন্ধকার তাই আলো লাগবে, ক্ষুধা-তৃষ্ণা, লাশের গন্ধ, অক্সিজেনের অভাব এবং গরমের জন্য ভিতরে আটকা মানুষ গুলো আস্তে আস্তে মারা যাচ্ছে... প্লীজ তাড়াতাড়ি করুন। দেরি করলে ভিতরের জীবিত থাকা মানুষগুলাও মারা যাবে।