অপরের সাথে তুলনা করে আমরা প্রায়ই নিজেকে ভাল ভাবি । নিজের অপরাধগুলো সর্বদা ছোট করে দেখি কিন্তু অন্যের বেলায় ছোট অপরাধকেও অনেক বড় করে দেখি। এই বিষয়টা নিয়েই আজকে আমার এই একটুখানি কবিতা লেখার প্রয়াস।
আমি ই সেরা
---------------------
জীবন ইতিহাসের খাতা খুলে ,
বসে পাপ পুণ্যের হিসাব কষে ।
কড়ায় গোনে, কাঠিতে গোনে ,
নিজেরে নিয়ে কার আছে কি মনে ?
আমি যা কিছু করেছি গোপনে ,
রাজু ,রেবেকা, বারেক সবাই কি তা জানে ?
নিজের হিসেব পেয়ে শেষে, মৃদু হেসে -
আমি ই সেরা, আমার চেয়ে ভাল! কোথায় কে সে ?
অমুকে খেয়েছে সুদ ।
তমুকে নেশায় বুদ ।
যদু এ মেরেছে মার ।
মধু এ নিয়েছে সম্পদ কার ?
আমি ভাই ভালো মানুষ সরল সাদা ,
অন্তরে নেই কোন দাগ আর কাদা ।
আচ্ছা! বহৎ খুব! বাহ বেশ!
ছিল যা, ভুলে গিয়েছি, রাখিনি কলুষের কোন লেশ !
দিন শেষে আমার জন্যই পুরষ্কার আর শতদল,
অন্যেরা সব যাবে জাহান্নামে, ভূগর্ভে ভূতল ।
আজ-অবধি আমার গায়ে পড়েনি ক কাম-রিপুর ছোবল ।