চাঁদনী
-------------------
অবশেষে চাঁদটা নেকাব খুলেছে ,
ভাঙ্গা বেণী, জলকণা কেশাগ্রে ।
ব্রক্ষ্মপুত্রে স্নান শেষে ,
তোয়ালে হাতে জানালায় এসে দাঁড়িয়েছে।
আবলুস কাঠের ড্রেসিং টেবিলটাতে ,
প্রসাধনীর কৌটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ;
গালে মেখে হাতে মেখে ,
প্রাণীগুলোকে স্থবির করে দিতে ।
উৎসবময় স্নিগ্ধ এই রাতে ,
বালুর মাঠ, কাশবন হতে ;
শেয়ালের ঝাঁক মানুষের পাল কে মূর্ছিয়ে দিতে ।
টিনের চাল, সরিষার খেত থেকে,
লাদাখের পাহাড় মাড়িয়ে ;
আতাকামার মরুভূমি ছাপিয়ে ,
তাজমহলের গম্বুজে এসে মিশে ।
নির্লজ্জ লোচ্চাদের চোখ ফাঁকি দিতে ,
কুয়াশার এই রাতে পাতলা মেঘে বৃথা ঘোমটা টানে ।