মানুষ না জানি কতোজনের/ বস্তুর কাছে জিম্মি। নিজেকে দেখি, তারে দেখি, অন্যকে দেখি, জিম্মি। ঢাকার রাস্তায় হাঁটার পথে দেখা, জীবনের ঘটনাগুলো দেখি, জিম্মি।
ঈদে খুশি মনে বাড়ি ফিরবেন? এতো সোজা? ১০দিন আগে থেকে টিকেট করার লাইনে দাড়ান। ১০ দিনের কোন একদিন টিকেট পেয়ে নিজেকে সৌভাগ্যবান ভাববেন নিশ্চয়। তবে এটা ঠিক প্রতিদিন যাওয়া আসা আর বাড়তি টাকা গুনে টিকেট কাটার পর মনে হবে আপনি আবেগের কাছে জিম্মি। বাড়িতে যাওয়ার যে আবেগ সেটা কতো টাকা খসিয়ে নিলো।
নির্ধারিত দিনে বাড়ি থেকে বের হয়েই সিএনজির হাতে ধরা। ৮০টাকার ভাড়া এতোদিন ১২০ হলেও ঈদের দুইদিন আগে ২১০ টাকা। চাইতে বুকের পাটা লাগে না। কারণ, আমি আপনি আপনারা তারা জিম্মি। আপনি যাবেন না এই ভাড়া দিয়ে। পাশেরজন ভেবে দেখবেন, 'পকেটে টাকা আছে, রাস্তায় গাড়ির অভাব, যাই চলো ২শ ১০ টাকায়। আপনি সিএনজি চালক আর টাকাওয়ালা ব্যক্তি উভয়ের কাছে জিম্মি।
কোনমতে ৮০টাকার ভাড়া ১২০ টাকা থেকে বেড়ে ২১০ এ গেলেও ১৭০এ নামিয়ে আপনি বাসস্ট্যাণ্ডে রওয়ানা দিলেন। পৌছে দেখেন গাড়ি ছাড়বে কখন তার ঠিক নাই। ১...২....৩...৪...৫...৬ ঘন্টা বসে আছেন....এবার কার কাছে জিম্মি। বাসের লোকেরাতো অযৌক্তিক কথা বলছেন না। তারা বলছেন, 'বাস সবগুলা রাস্তায় আটকে আছে, ঢাকার বাইরে লোক রেখে ফিরতে পারছে না, পাঠাবো কেমনে? আপনি তাহলে কার কাছে জিম্মি?
গরুর হাটে গিয়েছেন? ৭০হাজারের গরু কি করে ১লাখ টাকার বেচে দিবে আপনার কাছে টেরো পাবেন না। রাস্তায় শুনতে হবে, ও ভাই দাম কত? দাম বলেন। এরপর সেখান থেকে বলা হবে হারলেন নাকি জিতলেন? তখন কি মনে হবে?
সবকিছুতেই নিজেকে জিম্মি ভাববেন, এরপরো সবাইকে ঈদ মোবারক।