আপনি সহজসরল।মানে ভাজা- মাছটিও উল্টাতে পারেন না টাইপ।সবাই আপনাকে ডাস্টবিনের বিকল্প হিসেবে ব্যবহার করে । আপনিও কাউকে "না" করতে পারেন না।ফলসবরুপ বাঁশ খান আপনি ।
আপনার জন্য নিয়ে এসেছি যুগান্তকারী ফর্মুলা । অনুসরণ করুন নিচের নিয়মগুলো-
১। আপনার কাছে টাকা নেই।সিগারেট খেতে পারছেন না? দোকানে চলে যান।একটু দূরে দাঁড়িয়ে খুঁজে বের করুন
আপনার টার্গেট।এবার বলুন," আবুল সাহেব ( নাম ধরে ) ২টা সিগারেট আনুন তো।সিগারেট আনলে এবার আরও
কনফিডেন্টলি বলুন, আরে আপনি আবার টাকা দিতে গেলেন কেন ? নাহ আপনাকে নিয়ে আর পারা গেল না ।"
বিদ্রঃ সহজ সরল কাউকে বাছাই করবেন । নচেৎ ধরা খেতে পারেন !
২। অফিসে কাজ করছেন, কিন্ত কলিগ আপনাকে বিরক্ত করছে বার বার।কিংবা নিজের কাজ অনৈতিক ভাবে
চাপিয়ে দিচ্ছে আপনার ওপর।ডাইরেক্ট না করবেন না।বরং একটু ঘুরিয়ে বলতে পারেন,
" আমজাদ সাহেব, এরকম অবিচার আর কত সহ্য করব বলেন। আরে ভাই, আমি মানুষ তো, মেশিন না ।
নিজের কাজই করার সময় পাইনা তারপর আবার রফিক সাহেব এক গাদা ফাইল ধরিয়ে দিল।
আমজাদ ভাই আপনিই বলেন, বিবেক থাকলে কেউ এরকম করতে পারে। বলুন বলুন, ? "
দেখবেন, আমজাদ সাহেব প্যানশে মুখে নিজের টেবিলে চলে গেছে !
৩। আপনি হোস্টেলে থাকেন, বড় ভাই / রুম মেট বেশি কথা বলে।একা থাকতে চান।কিন্ত পাজিটা বুঝতেই পারে না ।
সরাসরি, অপমান করবেন না।ইনডাইরেক্টলি বলুন- ভাই কি বলব, সামনের ফ্ল্যাটের মামুন ভাই, চেনেন তো।উনি, মেয়ে
মানুষের মত ছোক ছোক স্বভাবের।আরে তুই, ছেলে মানুষ কথা কম বলবি।তুই কি বাসের কন্ট্রাক্টর ?
হর হর করে কথা বলিস।অফিস থেকে কেবল আসলাম, টায়ার্ড আছি তুই বুঝস না ? ব্যাটা ছাগল !
৪। কাজের বুয়াটা রান্না ভাল করছেনা, হয় লবন কম তো ঝাল বেশি।মাঝে মাঝে চুলও পাওয়া যায়।
তো আপনি কি করবেন ?বুয়াকে ঝাড়ি দিবেন ? নেভার !এটা আপনার সম্পর্কে খারাপ মনভাব জন্মাবে বুয়ার কাছে ।
ফলস্বরূপ হুট হাট কাজ যেমন কাপড় কাচা, মেঝে মোছা এসবে বুয়ার সাহায্য পাবেন না আর ।
তাহলে কি করবেন আপনি ?
সিম্পল, রান্নারত অবস্থায় বুয়ার হাত থেকে, চামুচ নিয়ে নিজেই তরকারি টেস্ট করুন।এবার একশানে নামার পালা।
ভাল কিছু আশা করলে আপনাকে এ স্টেজে ভাল পারফর্ম করতে হবে।রিমেমবার ইউ সুড ট্রাই ইউর বেস্ট ।
খাবার মুখে দিয়েই, বলুন- ওয়াও ফ্যান্টাস্টিক ! লাও জবাব রান্না হয়েছে ! !
আপনার রহস্য কি খালা ! কি করে পারেন এত ভাল রান্না করতে ?
প্লিজ খালা আমাকে রান্না শিখান।খালা, আপনাকে আমাদের বাড়িতে যেতেই হবে, মাকে শিখায়ে দিবেন রান্না ।
পারবেন না খালা ?
পরের দিন থেকেই দেখবেন খাবারে, আমূল পরিবর্তন !
৫ । সবার মত আপনারও কিছু বন্ধু আছে।বিপদে পাশে আসে না বরং আপনাকে বিপদে ফেলে ।
মানে টাকা ধার নেয় । বন্ধুত্বের খাতিরে না করতে পারেন না । এদের থেকে সসম্মানে বাচতে চান ?
সম্বাব্য ধার পার্টির একটা লিস্ট বানিয়ে ফেলুন।এবার মাসের মাঝা -মাঝি সময়ে একে একে সবাইকে ফোন দিতে
থাকুন, বলবেন দোস্ত বড়ই বিপদে আছি।মান সম্মান নিয়ে টানা-টানি।ইমারজেন্সি টাকা দরকার।
তুই আমার শেষ ভরসা।প্লিজ দোস্ত...
দেখবেন ম্যাজিকের মত কাজ করছে।আপনার বন্ধুরা ফোন তো দেবেই না উলটো আপনার ফোনও
রিসিভ করছেনা আর !
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০৯